Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরক্কোতে ট্যাক্সি ড্রাইভারের আত্মহত্যার জেরে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মরক্কোর বন্দর নগরী কাসাবøাঙ্কার কাছে সিদি বিননুর শহরে তরুণ এক ট্যাক্সি ড্রাইভারের আত্মহত্যার জেরে শত শত লোকের অংশগ্রহণে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিদি বিননুর শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইয়াসিন আল-খামেদি নামের এই ট্যাক্সি ড্রাইভারের আত্মহত্যায় শত শত বিক্ষোভকারী ‘আমরা সবাই ইয়াসিন’ ও ‘ইয়াসিনের জন্য ন্যায়বিচার’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে।

আগে ২৫ বছর বয়সী ইয়াসিন আল-খামেদির গাড়ি স্থানীয় কর্তৃপক্ষ তার লাইসেন্স না থাকার অভিযোগে জব্দ করলে গত ২৮ আগস্ট নিজের গায়ে আগুন ধরিয়ে দেন বলে বার্তা সংস্থা এএফপির কাছে জানান তার ভাই আহমদ আল-খামেদি। তনি বলেন, অন্যায়ভাবে ইয়াসিনের গাড়ি জব্দ করার কারণে তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। াহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ইয়াসিন মারা যান। াহমদ আল-খামেদি জানান, এই ঘটনায় তদন্তের জন্য তার পরিবার দাবি জানাচ্ছে। ই বিষয়ে মরক্কোর কোনো কর্তৃপক্ষের বক্তব্য নিতে পারেনি এএফপি।

রোনাভাইরাস সংক্রমণের জেরে সারাবিশ্বের মতো মরক্কোতেও অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এর জেরে দেশটিতে অর্থনৈতিক বৈষম্য আরো গুরুতর হয়েছে বলে দেশটির জাতীয় পরিসংখ্যান দফতর সা¤প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে। টআরটি ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ