মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে আটকে ছিল লন্ডনের টাওয়ার ব্রিজ। যার জেরে সোমবার দুপুরে ব্যাপক যানজটের চিত্র দেখল ব্রিটেনের রাজধানী। সার দিয়ে দাঁড়িয়ে রইল গাড়ি। পথচারীরাও সঠিক সময়ে নদী পারাপার করতে না পেরে বিপাকে পড়েন এদিন। লন্ডন পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই সেতু খোলার পর তা আটকে যায়। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে ওই বাসকুল ব্রিজের একাধিক ভিডিয়ো এবং ছবি। যেখানে দেখা যাচ্ছে এদিন কী ভাবে ওই ব্রিজটি আটকে গিয়েছিল।
জানা গিয়েছে, একটি উঁচু জাহাজ পাস করার জন্য ব্রিজটি খোলা হয়েছিল। তারপর থেকেই আর বন্ধ লাগছিল না ওই সেতুটি। এই ধরনের সেতুকে সাধারণত সম পরিমাণ ভর ব্যবহার করে মাঝামাঝি ওঠানো কিংবা নামানো হয়ে থাকে। টাওয়ার ব্রিজ ট্যুরিজমের ওয়েবসাইট অনুযায়ী, লন্ডনের এই বাসকুল ব্রিজটি বছরে প্রায় ৮০০ বার খোলা হয়।
তাহলে আচমকা কেন আটকে গেল ব্রিজ? প্রশ্ন তোলেন অনেকেই। যদিও ব্যাপক যানজট সৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবেই বেশ সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এদিন বারবার লন্ডন পুলিশের তরফ থেকে ঘোষণা করে বলা হয় ওই রাস্তা না ব্যবহার করার জন্য। উল্লেখ্য, ১৮৯৪ সালে থেমস নদীর উপর ওই সেতুটি নির্মিত হয়েছিল। প্রথমদিকে বাষ্প ব্যবহার করেই ওঠানো-নামানো হতো ব্রিজটি। পরে তেল এবং বর্তমানে বিদ্যুৎ দ্বারা অপারেট করা হয় জনপ্রিয় সেতুটি। ইন্ডিয়া টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।