Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলসোনারোর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আইসিসিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

জাতিসংঘের অধীন আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বলসোনারোর বিরুদ্ধে ‘গণহত্যা’ ও ‘পরিবেশ ধ্বংস’ করার অভিযোগে মামলা করেছে দেশটির এক আদিবাসী সংগঠন। সোমবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আদালতে এই মামলা করে সংগঠনটি। মামলার অভিযোগে আর্টিকুলেশন অব ইন্ডিজেনাস পিপলস অব ব্রাজিল (এপিআইবি) নামের সংগঠনটি জানায়, উগ্র রক্ষণশীল প্রেসিডেন্ট বলসোনারো ২০১৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘স্পষ্ট, নিয়মতান্ত্রিক ও উদ্দেশ্যমূলক’ আদিবাসীবিরোধী নীতি গ্রহণ করে আসছেন।

সংগঠনটির লিগ্যাল কোঅর্ডিনেটর ইলয় টেরেনা এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বাস করি ব্রাজিলে চলমান পদক্ষেপসমূহ পরিবেশ ধ্বংস, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করছে।’ বিবৃতিতে তিনি আরো বলেন, ‘ব্রাজিলের বিচার ব্যবস্থায় এই অপরাধের তদন্ত, বিচার ও রায় অসম্ভব হওয়ায়, আমরা তাদের বিচারের জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে আহŸান জানাচ্ছি।’

পরিবেশ সংরক্ষণে কর্মসূচি থেকে সরে আসা এবং কৃষিবাণিজ্য ও খনিজ সম্পদ সন্ধানের জন্য আদিবাসীদের সংরক্ষিত ভ‚মি খুলে দেয়ার মাধ্যমে পৃথিবীর ফুসফুস খ্যাত ব্রাজিলের অ্যামাজন বনভ‚মি ধ্বংসের জন্য বলসোনারোকে দায়ী করা হচ্ছে। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকার নীতি বিরোধী অবস্থানের মধ্য দিয়ে আদিবাসীদের অবস্থাকে আরো গুরুতর করার জন্য বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ আনছেন ব্রাজিলের আদিবাসী অধিকার কর্মীরা। এপিআইবির তথ্য অনুসারে, ব্রাজিলের প্রায় নয় লাখ আদিবাসী করোনাভাইরাসসহ বাহির থেকে আসা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ইতোমধ্যেই করোনাভাইরাসে অন্তত এক হাজার এক শ’ ৬৬ আদিবাসীর মৃত্যু হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ