Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

গায়িকার মৃত্যু
ইনকিলাব ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ার জনপ্রিয় গায়িকা সিতি সারাহ রাইসুদ্দিনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কয়েকদিন আগেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এছাড়া তার আরও তিন সন্তান রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ায় আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ওই গায়িকার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। এরপর তিনি কোমায় চলে যান। পরবর্তীতে সিজারের মাধ্যমে তার সন্তানের জন্ম হয়। বিবিসি নিউজ।


লম্বা কেঁচো
ইনকিলাব ডেস্ক : একটা কেঁচো কত লম্বা হতে পারে? অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের গিপসল্যান্ডে ব্যাস নদীর উপত্যকায় পাওয়া যায় সবচেয়ে লম্বা কেঁচো। এর দৈর্ঘ্য হতে পারে ৬ দশমিক ৬ ফুট পর্যন্ত। বিশালাকার এই জিপসল্যান্ড কেঁচো পৃথিবীর অন্যতম কৌশলী এবং অদ্ভ‚ত সৃষ্টি। মাটির উপরে এর দেখা পাওয়া বিরল ঘটনা। বিশালাকার এই কেঁচো দেখতে পাওয়া যায় মাত্র ১৫০ বর্গ মাইল এলাকায়। এক সময়ে এলাকাটি ঘন জঙ্গলে পূর্ণ থাকলেও বর্তমানে এটি সম্প‚র্ণ কৃষি জমিতে পরিণত হয়েছে। রয়টার্স।


মালিতে নিহত ৫১
ইনকিলাব ডেস্ক : মালির উত্তরাঞ্চলের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে বন্দুকধারী বিদ্রোহীরা কমপক্ষে ৫১ জনকে হত্যা করেছে। আফ্রিকার এই দেশটির কয়েকটি গ্রামে বন্দুকধারীরা যা নড়তে দেখেছে তাতেই গুলি চালিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে বন্দুকধারীরা আসে। নিহতদের অধিকাংশই তাদের বাড়ির সামনে ছিলেন। বাকিরা মসজিদে যাচ্ছিলেন। কোনো গ্রæপ এখনও হামলার দায় স্বীকার করেনি। আল-জাজিরা।


দেড় বছর পর
ইনকিলাব ডেস্ক : দীর্ঘ দেড় বছর পর আমেরিকার করোনা টীকা নেওয়া নাগরিকদের জন্য স্থল সীমান্ত খুলে দিল কানাডা। ২০২০ সালের মার্চের পর প্রতিবেশী দেশটির নাগরিকদের জন্য প্রথমবার এই ব্যবস্থা নিল কানাডা। প্রতিবেদনে বলা হয়, এই কর্মসূচির আওতায় একাধিক শর্ত মানতে হবে। আবেদনপত্র পূরণসহ সফরকারীদের অবশ্যই কানাডা অনুমোদিত স্বাস্থ্য দফতরের কাছে পুরো ভ্যাকসিন নেয়ার প্রমাণাদি এবং ভ্রমণের ৭২ ঘণ্টা আগে নেওয়া করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল জমা দিতে হবে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ