Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হচ্ছে শেখ মহসিনের চতুর্থ একক অ্যালবাম

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই সংগীত জগতে বিচরণ করছেন শেখ মহসীন। তার বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে গত বছর প্রকাশিতয় তার নতুন একক অ্যালবাম ময়না’র ফোকনির্ভর গানগুলো শ্রোতামহলে বেশ গ্রহণযোগ্যতা পায়। জি-সিরিজ থেকে প্রকাশ পাওয়া এ অ্যালবামের ময়না শিরোনামের গানটির একটি ব্যয়বহুল ভিডিও প্রকাশ করেন মহসীন। এ গানটির অডিও এবং ভিডিও সাড়া ফেলে শ্রোতা-দর্শকের মাঝে। সাফল্যের এ ধারাবাহিকতায় নতুন একক অ্যালবামের কাজ ইতিমধ্যে শুরু করেছেন শেখ মহসীন। এবার আধুনিক ফোক গান নিয়েই নিজের এ অ্যালবামটি সাজাচ্ছেন তিনি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ একক। খ্যাতিমান কয়েকজন গীতিকারের লেখা গান নিয়ে এইবারের অ্যালবাম তিনি সাজাচ্ছেন। সবগুলো গানের সুর করছেন শেখ মহসীন নিজে। আর সংগীতায়োজনে থাকবেন সচী শামস। অ্যালবাম প্রসঙ্গে মহসীন বলেন, আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের অ্যালবামটিও সময় নিয়ে করছি। দেশের জনপ্রিয় গীতিকবিরা এখানে গান লিখছেন। বেশ কিছু গানের সুর আমি করছি। মূলত বাণীনির্ভর গানে অ্যালবাম করছি। বেশির ভাগ গানই আধুনিক ফোক। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত হচ্ছে শেখ মহসিনের চতুর্থ একক অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ