বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করায় ২ জনকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানির পর এই জরিমানা করা হয়েছে। তারা হলেন- বায়েজিদ এলাকার মো. সাইদুল ইসলাম ও রেখা বেগম।
এছাড়া পুরাতন কালুরঘাট এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া ওয়ার্কসপ পরিচালনা করায় মো. মাহমুদ নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটায় একজনকে ৪৫ হাজার ও আরেক জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের জরিমানার টাকা আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।