Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে নির্মাণ শ্রমিক হত্যায় গ্রেফতার ৩

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে নির্মাণ শ্রমিক মো. রাশেদ হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হচ্ছেন, রবিউল হোসেন রবিন, আবুল হোসেন ও ডাক্তার সোলাইয়ামন। তারা তিনজন মামলার ৫, ৭ ও ৮নং আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া জানান, রাশেদকে অপহরণ ও পরে হত্যা করে লাশ বাগানে ফেলে যাওয়ার ঘটনায় তার বাবা তাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে গত রোববার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার ৫, ৭ ও ৮নং এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গত ৩-৪দিন আগে একদিন রাতে রাশেদের সাথে একই বাড়ির বেচু মিয়ার ছেলে রুবেলের বাড়ির সামনের সড়কে চোখে টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সহযোগীরা রাশেদের ওপর হামলা চালিয়ে তিন দফায় পিটিয়ে আহত করে। এ ঘটনায় তার পরিবার বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে আসলে ক্ষিপ্ত হয় হামলাকারীরা। গত শনিবার রাতে রাশেদকে অপহরণ করে নিয়ে যায় রুবেল ও তার লোকজন। পরে তাকে হত্যার পর বাড়রি পাশ^বর্তী একটি বাগানে ফেলে গেলে পরদিন ভোর ৬টার দিকে রাশেদের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রাশেদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গত রোববার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাণ শ্রমিক হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ