বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের নামে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। গতকাল ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলী ম্যাজেষ্ট্রেট (কালীগঞ্জ) আদালতে মামলাটি করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। মামলার অন্য আসামি হলেন সরকাি রমাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।
গত ৬ আগস্ট প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষকে নিয়ে সাংসদের আপত্তি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, সাংসদ আনোয়ারুল আজীম আনারের কারণে শিক্ষক-কর্মচারীদের ১৪ মাসের বেতন বন্ধ, কলেজ সরকারিকরণকালে অবৈধভাবে ২০ জনকে নিয়োগ প্রদান, অধ্যক্ষকে কলেজে প্রবেশে বাধা এবং কয়েক দফা অধ্যক্ষকে কলেজ থেকে বের করে দেয়া হয়। এ ব্যাপারে সাংসদ আনোয়ারুল আজীম আনার জানান, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছি। জনগণের ভোটে পৌর কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান এবং দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার রাজনৈতিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাদের অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করতে আমাকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এলাকায় আমার সুনাম ক্ষুন্ন হওয়ায় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে ৫কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।