Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

উলভেরিন চরিত্রে স্কট ইস্টউড!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ক্লিন্ট ইস্টউডের ছেলে স্কট ইস্টউড উলভেরিনের ভূমিকায় হিউ জ্যাকম্যানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। জন ওয়াটসের পরিচালনায় মারভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) ফ্যান্টাস্টিক ফোর ফিরে আসছে। স্বাভাবিকভাবেই ভক্তদের কৌতূহল ডিজনির সঙ্গে ফক্স একীভূত হবার পর উলভেরিন এবং অন্য এক্স-মেন চরিত্রগুলোর নিয়তি কী হবে। অনেক অভিনেতার নাম আসছে উলভেরিনের ভূমিকায় জ্যাকম্যানের বিকল্প হিসেবে, এর মধ্যে আছেন অ্যান্থনি স্টার কিয়ানু রিভস। এক কনসেপ্ট ডিজাইনে প্যাসিফিক রিম তারকা স্কট ইস্টউডকে আগামী উলভেরিন চরিত্রে দেখান হয়েছে। ব্যারেট.ডিজিটাল হ্যান্ডেলের এক ইনস্টাগ্রাম ইউজার স্কটকে উলভেরিনের ভূমিকায় চিত্রিত করেছেন আর তা হয়েছে দারুণ। এমসিইউ অরিজিন সিরিজের জন্য তিনি উলভেরিন চরিত্রে ইস্টউডকে প্রস্তাবনা করেছেন। তাতে ভবিষ্যতে যদি তাকে এই চরিত্রে দেখা যায় তাতে বিস্মিত হবার তেমন কিছু থাকবে না। উলভেরিনকে শেষ দেখা গেছে ‘লোগান’ ফিল্মে যেখানে ক্লান্ত লোগান/ উলভেরিন মেক্সিকো সীমান্তে অসুস্থ প্রফেসর এক্সকে (স্যার প্যাট্রিক স্টুয়ার্ট) লুকিয়ে রাখার চেষ্টা করছিল; এসময় তার সুপারহিরো ক্ষমতা প্রায় নিঃশেষ হয়ে এসেছে আর তার মত শক্তি নিয়ে এক কম বয়সী মিউট্যান্টের আবির্ভাব হয়। নন্দিত চলচ্চিত্রটি পরিচালনা করেন জেমস ম্যানগোল্ড। ১০০ মিলিয়ন ডলারে নির্মিত ফিল্মটি ৬২০ মিলিয়ন ডলার আয় করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কট ইস্টউড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ