Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গানবাজ প্রকাশ করলো দুই অ্যালবাম

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানবাজ প্রকাশ করলো দুটি অ্যালবাম ‘বেঁচে থাকার গান’ ও ‘বাংলার ছেলে’। জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা উৎসবের মাধ্যমে এই অ্যালবাম প্রকাশিত হয়। সেখানে উপস্থিত থেকে অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, কণ্ঠশিল্পী আসিফ আকবর, মিউজিক ডিরেক্টর সুমন কল্যাণ ও অ্যালবাম দুটির শিল্পীরা। নবাব আমিনে কথা এবং সুমন কল্যাণের সুর-সঙ্গীতে বেঁচে থাকার গান অ্যালবামে গান গেয়েছেন বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিনাত জাহান মুন্নি, সুমন কল্যাণ, মুহিন, নিশিতা, ঐশী, সানিয়া রমা ও রবিন। অর্ণব সুমনের কথা-সুর ও কণ্ঠে বাংলার ছেলে অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ, বিপ্লব বড়–য়া ও মিঠু হাসান। প্রকাশনা উৎসবে উপস্থিত অতিথিরা গানবাজ ও প্রকাশিত অ্যালবাম দুটির জন্য শুভকামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গানবাজ প্রকাশ করলো দুই অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ