Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইফ সাপোর্টে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ৬:০৯ পিএম

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ লাইফ সাপোর্ট-এ রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তিনি হৃদরোগে আক্রান্ত । প্রাথমিকভাবে সিসিইউ তে চিকিৎসা চললেও পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট এ নেয়া হয়।

তার সহধর্মিনী রায়না মাহমুদ সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনের একজন স্বনামধন্য আলোকচিত্রী শিল্পী তিনি। প্রিয়দর্শীনি মৌসুমী থেকে শুরু করে বহু তারকার দিক নির্দেশক হিসেবে কাজ করেছেন তিনি। আলোকচিত্র জগতে রয়েছে তার অনেক শিক্ষার্থী। যাদের বেশিরভাগই আজ প্রতিষ্ঠিত। আলোকচিত্রের ওপর বহু ডিগ্রি নিয়েছেন, পেয়েছেন ফেলোশিপ । সারা বিশ্বজুড়ে রয়েছে তার অসংখ্য শুভানুধ্যায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ