Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে নমুনা পরিক্ষা হ্রাসের সাথে শনাক্ত কমলেও আরো ৬ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ২:৫৬ পিএম

দক্ষিণাঞ্চলে নমুনা পরিক্ষা হ্রাসের রেশ ধরে শনাক্তের সংখ্যা কমলেও সোমসবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় করোনা সংক্রমনে আরো ৬জন সহ মোট মৃতের সংখ্যা ৫৫৩ জনে উন্নীত হল।গড় মৃত্যুহার এখনো ১.৪৩%। এসময়ে বরিশালের বাবুগঞ্জে ১জন, পটুয়াখালী ও বরগুনার সদরে ৪জন এবং ভোলার শশিভুষন মৃত অপর একজনের ৪ জনই নারী। সোমবার সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ৬ জেলায় ১,৪০৮ জনের নমুনা পরিক্ষায় ৩৮৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আগের দিন ১,৭০১ জনের মধ্যে শনাক্তের সংখ্য ছিল ৪৭৯। এনিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট ১ লাখ ৭৬ হাজার ৭৩০ জনের নমুনা পরিক্ষায় ৩৮ হাজার ৬৮৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল। সোমবারে গড় শনাক্তের হার ছিল ২২.৪৬%। যা আগের দিনের চেয়ে দশমিক ৩০ ভাগ বেশী।

অপরদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় এযাবতকালের সর্বোচ্চ ৪৫১ জনের সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফলে দক্ষিণাঞ্চলে এপর্যন্ত সর্বমোট ২১ হাজার ১৯২ জন সুস্থ হয়ে উঠল। সুস্থতার হার ৫৪.৭৮%। যা আগের দিনের চেয়ে দশমিক ২৬ভাগ বেশী হলেও জুলাইয়ের শুরুর তুলনায় প্রায় ৩৮% কম।
স্বাস্থ্য বিভাগের মতে, গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে শনাক্ত ৩৮৮ জনের ৮৩ জনই বরিশাল জেলায়। যার ২১ জন বরিশাল মহানগরীতে। এনিয়ে বরিশালে করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ৮৬৬ জনে উন্নীত হল। মহানগরী সহ জেলায় মৃত্যু হয়েছে ১৮২ জনের। রোববার বরিশাল জেনারেল হাসপাতালে শহরতলীর বাবুগঞ্জ উপজেলার ৪০ বছর বয়স্কা এক নারীর মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতালটি করোনা ডেডিকেটেড হাসপাতালে পরিনত করার পরে এই প্রথম কোন মৃত্যুর ঘটনা ঘটল।
গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সংক্রমন ছিল ভোলাতে। এসময়ে জেলাটিতে ৪১৩ জনের নমুনা পরিক্ষায় ১৩৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে জেলাটির শশিভুষনে ৬৫ বছর বয়স্কা এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে দ্বীপ জেলাটিতে ৫ হাজার ৮৪ জন আক্রান্তের মধ্যে ৫৭ জনের মৃত্যু হল। এসময়ে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল পটুয়াখালীত। ৩১০ জনের নমুনা পরিক্ষায় ৮৯ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে জেলার সদর উপজেলার দুজন পুরুষের মৃত্যু হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। দু জনেরই বয়স ৬৫ বছর। জেলাটিতে এপর্যন্ত সংক্রমনের সংখ্যা ৫ হাজার ৩শতে উন্নীত হবার সাথে মৃত্যুর সংখ্যাও ৯৬’তে পৌছল।
বরগুনাতে সংক্রমনের হার এখনো বেশী। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ১১৮ জনের নমুনা পরিক্ষায় ৩২ জনের দেহে করোনা পজিটিভ সনাক্তের সাথে সদর উপজেলায় দুই নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে মৃত্যুর সংখ্যা ৭৬ জনে উন্নীত হল। এখনো দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ মৃত্যুহার বরগুনাতেই ২.২৭%। জেলাটিতে এ পর্যন্ত ১৯,৭৫৩ জনের নমুনা পরিক্ষায় মোট শনাক্তের সংখ্যা ৩,৩৪২।
পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় ১৩৪ জনের নমুনা পরিক্ষায় ৩১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এপর্যন্ত জেলাটিতে মোট শনাক্ত ৪,৭৭৫ জনের মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ১০৮ জনের নমুনা পরিক্ষায় ১৬ জনের দেহে করোন পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এসময়ে জেলাটি থেকে কোন মৃত্যু সংবাদ না মিললেও ইতোমধ্যে আক্রান্ত ৪,৩১৭ জনের মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়েছে। ৪ উপজেলার ছোট এ জেলাটিতে সংক্রমন হার এখনো সর্বোচ্চ, ২৭.৩০%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ