Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষায় কাদাপানি আর শুকনো মৌসুমে ধূলোবালিতে বিপর্যস্ত হয় জনজীবন

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মো. আব্দুল মান্নান, কালিয়াকৈর (গাজীপুর) থেকে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা একটি প্রধান ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হলেও কালিয়াকৈর পৌর শহরের ঐতিহ্যবাহী কালিয়াকৈর ও সফিপুর বাজারের সবক’টি রাস্তা ও ড্রেনের অবস্থা নাজুক। বর্ষা মৌসুমে কাদাপানি আর শুকনো মৌসুমে ধূলোবালিতে জনজীবন বিপর্যস্ত। দীর্ঘদিনের এসব সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ উদাসীন এ অভিযোগ পৌরবাসীর। দেশের প্রথম শ্রেণীর পৌরসভাগুলোর মধ্যে কালিয়াকৈর পৌরসভা অন্যতম। ২৪.৬৬ বর্গকিলোমিটার এই পৌরসভায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় ৮ লক্ষাধিক মানুষ বসবাস করেন। পৌর নাগরিকদের নানা সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ভাঙা রাস্তা ও ড্রেন। পৌরসভার ঐতিহ্যবাহী কালিয়াকৈর ও সফিপুর বাজারের প্রধান সড়কসহ সবক’টি রাস্তা, ড্রেন ও পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড, হরতকীতলাÑআমতলা সড়ক, সফিপুর-আন্দারমানিক সড়ক, ফায়ার সার্ভিস-ডাইনকিনি সড়ক, সফিপুর-করতোয়া স্পিনিং মিলসহ বেশকটি এলাকায় ২/৩ বছর ধরে রাস্তা ও ড্রেন সংস্কার করা হয়নি। জনজীবন বিপর্যস্ত। কিন্তু এসব দেখেও না দেখার ভান করছেন পৌর কাউন্সিলররা। অধিকাংশ রাস্তার পিচ কংক্রিট, ইট উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, ভেঙে পড়েছে রাস্তা। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না । ফলে ড্রেনগুলো উপচেপড়া পানিতে সয়লাব হয়ে পড়ে রাস্তাঘাট। রিকশাসহ যে কোনো যানবাহন এ সমস্ত রাস্তায় যেতে চায় না। গেলেও বেশি ভাড়া আর ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় পৌরবাসীর। ভুক্তভোগীদের অভিযোগ, একটু বৃষ্টি হলেই ড্রেনের নোংরা পানিতে সয়লাব হয়ে যায় পুরো রাস্তা। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ চলাফেরায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইট সলিংকৃত রাস্তার ইট উঠে গিয়ে যানবাহন দূরের কথা পায়ে চলাই দুরূহ হয়ে উঠেছে। কোনো কোনো ড্রেনের স্ল্যাব ভেঙে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বেশিরভাগ ড্রেনের সø্যাব স্থাপন না করায় সড়ক সংকীর্ণ হয়ে গেছে। ৫ টাকার রিকশা ভাড়া দিতে হয় ১০ টাকা। ৫ ন, ওয়ার্ডের এলাকাবাসী বলেন, পৌরসভার রাস্তা-ঘাটসহ ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলেই কাদাপানিতে সয়লাব হয়ে যায়। শ্রীফলতলী জমিদার বাড়ি, তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র, সফিপুর আনসার একাডেমি, নন্দন পার্ক, এশিয়ার বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল পার্ক হাই-টেকসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে পৌরসভাটিতে। অথচ রাস্তাঘাট আর ড্রেনেজ ব্যবস্থা এতই খারাপ যে, আমরা শহরবাসীর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো কোনো রাস্তায় রিকশা পর্যন্ত চলে না। পৌরবাসীরা রাস্তাঘাটের উন্নয়নের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খাইরুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কালিয়াকৈর বাইপাস সড়ক ও কলেজ রোড পর্যন্ত সড়কের অবস্থা এতই খারাপ যে, রিকশাতো দূরের কথা অনেক সময় অ্যাম্বুলেন্সেও মুমূর্ষু রোগী আরো মুমূর্ষু হয়ে পড়ে। এব্যাপারে পৌর মেয়র মো. মজিবুর রহমানকে বারবার অবহিত করা সত্ত্বেও কোনো সুফল পাওয়া যায়নি। এব্যাপারে জানতে চাইলে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান জনদুর্ভোগ লাগবে পৌরসভার নাজুক রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্কারের আশ্বাস প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষায় কাদাপানি আর শুকনো মৌসুমে ধূলোবালিতে বিপর্যস্ত হয় জনজীবন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ