Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরিস্থিতি সিলেটে ফের উর্ধ্বমুখী, মৃত্যু ১৭ জনের, শনাক্ত ৭০২

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১:৩৬ পিএম

করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এনিয়ে এখানে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮শতে। এদিকে, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭০২ জন। গত শনিবার ও কাল রোববার মৃত ও শনাক্তের সংখ্যা কিছুট কমলেও আজ ফের ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতি। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেটজুড়ে মারা গেছেন ১৭ করোনা রোগী। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ ১৫ জনই মারা গেছেন সিলেটে। এছাড়া ১ জন করে মারা গেছেন সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। এনিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৮০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৪৩ জন মারা গেছেন সিলেটে, ৫৯ জন সুনামগঞ্জের, ৬৪ জন মৌলভীবাজারের এবং হবিগঞ্জের ৩৯ জন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৭০২ জনের শরীরে অস্তিত্ব ধরা পড়েছে করোনার। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১৬৭ জনসহ সিলেটে শনাক্ত হয়েছেন ৪২৯ জন। এছাড়া সুনামগঞ্জের ৮৬ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও ৮১ জন রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জের। ২ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে তাদেরকে। শনাক্তের হার ৩২.৮২ শতাংশ। সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৬৪ জন। তন্মধ্যে সিলেটে ২৮ হাজার ৪৮৬, সুনামগঞ্জের ৫ হাজার ৩০৭ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৫৪৯ জন ও ৫ হাজার ৫২২ জন রয়েছেন হবিগঞ্জের। এদিকে, আরো ৪৭০ জন করোনা রোগী সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন সিলেট বিভাগে। এনিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা এখন ৩৩ হাজার ৫৩০ জন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, বর্তমানে ৪৭৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন সিলেটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ