Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে হত্যা মামলার আসামি সৈয়াল ওরফে সোহেল (২৫) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। সে ফরিদপুর ভাংগা থানার গোলাকান্দি গ্রামের আ. মালেক মোল্লার ছেলে। গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে সোহেলকে ২৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। ২০০৯ সালে দৌলতদিয়ায় সংগঠিত ডাবল মার্ডারে দায়েরকৃত মামলার সে এজাহারভুক্ত ২নং আসামি। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম জানান, পূর্বের হত্যা মামলায় সোহেল উচ্চ আদালত থেকে জামিনে আছে বলে দাবি করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল শনিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
র‌্যালি ও আলোচনা সভা
‘বয়স বৈষ্যমের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ এই সেøাগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গতকাল শনিবার সকালে বের করা হয় র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকে কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা সমাজসেবা কর্মকর্তা রুবাইয়াত মোঃ ফেরদৌস ও আরডিসি আবুজর গিফারি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ