Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১১:২৭ এএম

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। এ ছাড়া জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৪১ জন।

সোমবার (৯ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত আছে। শনাক্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। বর্তমানে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২২০ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১টি নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৩, কুমারখালীতে ৩৩, দৌলতপুরে ২৭, ভেড়ামারায় ২১, মিরপুরে ২৬ জন এবং খোকসায় ১১ জন রয়েছেন।’

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৪৯ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩০৮ জন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ১১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪১ জন। বাকি দুই হাজার ৭৭০ জন হোম আইসোলেশনে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ