Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণি নামের কাউকে দেখিনি-চিনিনা : সিটি ব্যাংক এমডি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১১:২৩ এএম

সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন পরীমণিকে গাড়ি উপহার দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি দাবি করেন, বাপের জীবনে পৃথিবীতে পরীমণি নামের কাউকে দেখেননি মাসরুর আরেফিন। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-


আমেরিকায় বিএসইসি আয়োজিত বিনিয়োগ রোড শোতে অংশ নিয়ে আমি এখন ঢাকার পথে। এর মধ্যেই শিকার হলাম আমার জীবনের প্রবলতম মিথ্যাচারের। একটি সংবাদপত্র লিখে দিল: ‘একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের সঙ্গে পরীমনির অডিও রেকর্ডে একটি গাড়ি উপহার দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ওই ব্যাংকের চেয়ারম্যান শওকত রুবেলের সঙ্গে পরীমনির গভীর সখ্যের বিষয়টি কথোপকথনে উঠে এসেছে।’

আমার বলার কোনো ভাষা নেই, কোনোকিছু বলারই কোনো ভাষা নেই। আমি আমার বাপের জীবনে, এই মর্ত্যের পৃথিবীতে, এই ধরাধামে পরীমনি নামের কাউকে দেখিনি। অতএব, তার নম্বর আমার কাছে থাকার



প্রশ্নই আসে না। এমনকি ‘বোট ক্লাব‘ ঘটনার আগ পর্যন্ত পরীমনি নামটাও শুনিনি। আমার মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে, কে এই পরীমনি?

আমার কাজ সকাল থেকে রাত পর্যন্ত ব্যাংকিং আর তারপর সাহিত্য নিয়ে পড়ে থাকা। প্রতিদিন। একই। ঢাকার একটা মানুষও (হাই সোসাইটির একজনও) বলতে পারবেন না তারা কেউ আমাকে কোনোদিন কোনো ক্লাব বা পার্টিতে দেখেছেন (এখানে আমি ক্লাব বা পার্টিতে যাওয়ার নিন্দা করছি না, সেটা যারা যাবার তারা যেতেই পারেন; আমি শুধু বোঝাচ্ছি যে মানুষ হিসেবে আমার টাইপটা কী?)। এতটাই ঘর ও অফিস/অফিস ও ঘরমুখী এক মানুষ আমি।

অতএব বলছি, তাকে গাড়ি দেওয়ার কথাটা আমার কানে লাগছে মঙ্গল গ্রহের ভাষায় বলা কোনো কথার মতো।

আমার নিজের একটাও গাড়ি নেই, একটা সামান্য মারুতি বা ধরেন একটা টয়োটা করোলা গাড়িও না। ব্যাংক আমাকে চলার জন্য গাড়ি বরাদ্দ দিয়েছে, তাতেই চড়ি। ব্যাংকের চাকরির শেষে নিশ্চয় কোনো ব্যাংক থেকে কার লোন নিয়ে একটা গাড়ি কিনে তাতে চড়ব।

কোনো অভিযোগের মধ্যে মিনিমাম মিনিমাম মিনিমাম এক সুতো সত্য থাকতে হয়। কিন্তু এ এক ভয়ংকর বিষয় যে, আমি যাকে চিনি না, জীবনে যার বা যাদের সঙ্গে হ্যালো বলা দূরে থাক, যাদের নামটা পর্যন্ত আমি প্রথম জানলাম এই কদিন আগে (পিয়াসা নামটা মাত্র দুদিন আগে), সেই নায়িকা বা মডেলকে আমি গাড়ি দিয়ে ফেললাম?

কোথায় যোগাযোগ হলো আমাদের? ফোন কল? তার নাম্বার কী? কল রেকর্ড আনা হোক।
তাহলে ঘটনা কী? আমি সত্যি জানি না, ঘটনা কী। বুঝি যে, আমাকে নিয়ে (অর্থাৎ এক অর্থে সিটি ব্যাংক নিয়ে) একটা সস্তা ষড়যন্ত্র চলছে।

ইত্তেফাকের খবরে ওরা দেখেন সিটি ব্যাংক চেয়ারম্যানের নামটা পর্যন্ত লিখতে পারেনি, লিখেছে "ওই ব্যাংকের চেয়ারম্যান শওকত রুবেলের সঙ্গে পরীমনির গভীর সখ্যের বিষয়টি...।"

শওকত রুবেল নামের মানুষটা কে? এই নামে তো কেউ নেই।

সাংবাদিক ভাইয়েরা, কী লিখেছেন আপনারা এসব? মানুষ ও তার ব্যক্তিগত ও সামাজিক জীবন আপনাদের কাছে এতই ফেলনা যে, নামটাও ঠিক জেনে লিখবেন না? প্রিয় ইত্তেফাক, আমার ব্যাংকের চেয়ারম্যানের নাম আলাদা। সেটা শওকত রুবেল না।

আমার অনুমান এই যে, ব্যবসায়ী শওকত আজিজ রাসেল আমাদের ব্যাংক চেয়ারম্যানের ছোট ভাই। একটা গোষ্ঠী তার হয়তো ক্ষতি চায়, এবং তারা তাদের সেই চাওয়ার সঙ্গে তাকে সিটি ব্যাংক চেয়ারম্যান ভেবে নিয়ে ব্যাংকপ্রধান হিসেবে আমাকেও নিষ্ঠুর ও বাছবিচারহীন এক সামাজিক নর্দমার মধ্যে ঠেলে দিতে এক মুহূর্ত দ্বিধা করলেন না।



তারা বুঝলেন না যে, ‘আগস্ট আবছায়া‘ (বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপরে চার বছরের গবেষণার শেষে বাংলায় লেখা অন্যতম সেরা উপন্যাসটা আমার লেখা), ‘আলথুসার‘ বা ‘আন্ডারগ্রাউন্ড‘ নামের উপন্যাসের লেখক মাসরুর আরেফিনের, বা বাংলায় ‘ফ্রানৎস কাফকা গল্পসমগ্র‘ কিম্বা ‘হোমারের ইলিয়াড‘-এর এই অনুবাদকের সিম্পলি সিম্পলি সিম্পলি এক পয়সা দুর্নীতির টাকাও থাকতে পারে না যা দিয়ে (ব্যাংক লোন না নিয়ে) তিনি নিজের জন্য একটা সাধারণ বা বিলাসী গাড়ি কিনতে পারেন। অন্যের জন্য কেনার কথা বাদই দিন।

এবার লেখক সত্তার জায়গা থেকে একটা কথা বলি। আইনি বিষয় ও সামাজিক বোঝাপড়ার বিষয়গুলো বেশ তো গুলিয়ে যাচ্ছে! আমার কাউকে কোনো গাড়ি দেবার সামর্থ্য নেই। কিন্তু দেখা যাচ্ছে আমার কাউকে ধরুন ভালো লাগল (যার সম্ভাবনা বাস্তবে কম, কারণ আমার দুই মেয়ে ও স্ত্রী নিয়ে এক সুন্দর সংসার আছে), তখন তাকে যদি আমি আমার সামর্থের মধ্যে দুই বক্স চকলেটও কিনে দিই, সেটা নিয়ে আইন ছাপিয়ে, সংবিধানের মৌলিক অধিকার ছাপিয়ে ‘সমাজের বিচার’ নামের যে-এক ড্রাগন আছে, সে এই সোশাল মিডিয়ার যুগে হাউ হাউ করে উঠবে।

ব্যক্তি স্বাধীনতার সঙ্গে নৈতিকতার প্রশ্নকে টেনে টেনে এনে আইনের আরও ঊর্ধ্বেই নিয়ে যাওয়া হচ্ছে দৈনন্দিনের বাছবিচারগুলোকে। এ রকম সমাজে অনেকের লাভ, কারণ আমরা সাধারণ মানুষ তখন ইতিহাসের ল্যাবরেটরিতে কাঁউ-কাঁউ করে বেড়ানো ইঁদুর হয়ে থেকে যাই। আমাদেরকে সেই ইঁদুর হওয়ার বিরুদ্ধে লড়তে হবে। ব্যক্তি স্বাধীনতা প্রতি মুহূর্তের একটা "ongoing work"। এই রাষ্ট্র আমাদের স্বাধীনতাগুলো—স্বাধীনতার যে কাজটুকু অন্যের জন্য ক্ষতিকর না—এভাবে কেড়ে না নিক। বাস্তবেই অনেক ক্ষতিকর কিছু ঘটছে অনেক দিকে, অনেক অবিচার ও আর্তনাদের ময়লা উড়ছে অনেক অনেক কোনায়। সেদিকে চোখ থাকুক আমাদের।

শেষ কথা একটাই, আমি আমার মানব জীবনে এই নায়িকা বা মডেলদের দেখিনি। তাদের সঙ্গে না-দেখা জগতের ফোনের যে-হ্যালো, সেটাও কোনোদিন বলিনি। তারা কারা তাও আমি জানতাম না ‘বোট ক্লাব’ কাণ্ডের আগে। সবচাইতে বড় কথা তাদের নামটাও আমি শুনিনি।

এখন তাহলে এক ব্যক্তির ওপরে, এক সাধারণ মানুষের ওপরে, এক লেখক ও কবির ওপরে, এক ‘কেউ-না এমন এক মানুষের ওপরে’ অবিচারের মাত্রাটা বুঝুন।

বাকি বিচার এই সমাজের, সমাজই যেহেতু আছে বিচারকের ভূমিকায়।



 

Show all comments
  • গিয়াস উদ্দিন ৯ আগস্ট, ২০২১, ১২:১২ পিএম says : 0
    প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করা ঠিক না
    Total Reply(0) Reply
  • নওরিন ৯ আগস্ট, ২০২১, ১২:১৩ পিএম says : 0
    পরীমনিকে সবার চিনতে হবে এমন তো কোন কথা নেই
    Total Reply(0) Reply
  • Mojaffor Hossain ৯ আগস্ট, ২০২১, ১২:১৭ পিএম says : 1
    মিথ্যার কোনোদিনই জয় হয়নি ভাই। আপনি বিচলিত হবেন না।
    Total Reply(0) Reply
  • মস্তোফা জামাল জানী ৯ আগস্ট, ২০২১, ১২:১৭ পিএম says : 0
    সত্য একদিন প্রকাশ হবেই।
    Total Reply(0) Reply
  • Md Laisur Rahman ৯ আগস্ট, ২০২১, ১২:১৮ পিএম says : 0
    হতাশ হওয়ার কিছুই নেই ভাই । অন্ধকার জগতের মানুষগুলো একটা জাল বিস্তার করেছে সমাজটাকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য । এদের কে সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে । আইনের আশ্রয় নিন যদি নিজেকে নিষ্পাপ মনে করেন ।
    Total Reply(0) Reply
  • Ahmod Musa ৯ আগস্ট, ২০২১, ১২:১৮ পিএম says : 0
    খুবই দুঃখজনক
    Total Reply(0) Reply
  • Sayeed ৯ আগস্ট, ২০২১, ১২:১৯ পিএম says : 0
    Very sad
    Total Reply(0) Reply
  • Tareq Sabur ৯ আগস্ট, ২০২১, ১২:২৩ পিএম says : 0
    ভারতীয় শয়তানরা দেশীয় শয়তানদের দিয়ে এদেশে কোন মেধাবী ও ভাল লোককে ভাল ভাবে বাচতে দিতে চায় না। কিন্তু শেষ পর্য্যন্ত এই শয়তানগুলোই পরাজিত হবে ইনশা'আ আল্লাহ।
    Total Reply(0) Reply
  • মন কলম ৯ আগস্ট, ২০২১, ৩:৩৪ পিএম says : 0
    ধৈর্যধারণকারীদের সাথেই আল্লাহ্ থাকেন। ভাই,আপনার আত্মপক্ষের সমর্থনে অবিচল থাকবেন। জানেন তো এদেশে ভালোমানুষের মূল‍্য নেই। আর সত‍্যের জয় দেরীতে হলেও অবশ‍্যই তা হয়। ধন‍্যবাদ।
    Total Reply(0) Reply
  • Kazi Minhazul Alam ৯ আগস্ট, ২০২১, ৪:৪৯ পিএম says : 0
    এমন স্পর্শকাতর ইস্যুতে বাছবিচার না করে একজনকে জড়িয়ে সংবাদ তৈরি করা জঘন্যতম অপরাধ। তাঁর পেশা বা পরিচয় যাই হোক। মাসরুর আপনার কথা বিশ্বাস করতে চাই। প্রয়োজন মনে করলে আইনি ব্যবস্থা নিন।
    Total Reply(0) Reply
  • Haralal Nath ৯ আগস্ট, ২০২১, ৫:৪৬ পিএম says : 0
    Bhai, really unacceptable such a written statement Against you honourable figured. I would suggest you to suite the case Against them who published the misreporting.
    Total Reply(0) Reply
  • Prio Sarowar ৯ আগস্ট, ২০২১, ৭:৪৫ পিএম says : 0
    আপনি দারুন লিখেছেন। ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • রিগান ১০ আগস্ট, ২০২১, ১২:১৯ এএম says : 0
    আসলে এমডি সাহেব ঠিক বলেছেন। পরিমণী চিনেন না! শামসুন্নাহার কে চেনেন। এইজন্য মিথ্যাচার মনে হচ্ছে
    Total Reply(0) Reply
  • satta ranjan bhowmick ১০ আগস্ট, ২০২১, ৪:২৫ পিএম says : 0
    BOSS ADAB, BORTOMAN SOMOYE BALO MANUS KE NIA SOROJANTO HOSSE JA BAKTI JIBON KUB RISKI GOD AR BICAR KORBE, APNI BALO TAKEN. THANKS
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ