খুলনার দুই হাসপাতালে
করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড
করোনা হাসপাতালে একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা জেনারেল হাসপাতালে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের
করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
খুলনা ডেডিকেটেড
করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনার রূপসার নাসিমা বেগম (৩৫)।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে
করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন বাগেরহাট মোংলার বিশ্বাস আতাউর রহমান (৭৫) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু পাইরা বাজারের ফজলুর রহমান (৬৫)।