রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় গত বুধবার আন্তর্জাতিক তথ্য জানার দিবস পালিত হয়েছে। বানারীপাড়ার জাগ্রত নাগরিক কমিটি (জানাক)-এর আয়োজনে এবং বেসরকারি সংস্থা এমআরডি’র সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে বানারীপাড়ায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক। এমআরডি’র উপজেলা সমন্বয়ক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় এবং জানাক সদস্য এটিএম মোস্তফা সরদারের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলম, সভাপতি ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকার সিদ্দিক, এমএ বহুমুখী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. হাছান মাহমুদ, ইনডাবের প্রকল্প সমন্বয়কারী মো. আহসান হাবীব সুমন প্রমুখ। আন্তর্জাতিক তথ্য জানার দিবস পালন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।