Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসন অ্যান্ড জনসনের টিকা রুখতে পারে ডেলটার সংক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাসরে ডেলটা রূপের সংক্রমণও রুখে দিতে পারছে জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা। এই টিকা নেওয়া থাকলে পরে ডেল্টার সংক্রমণ রোখার জন্য আর বুস্টার শট নেওয়ারও প্রয়োজন নেই। দক্ষিণ আফ্রিকায় চালানো সা¤প্রতিক একটি ক্লিনিক্যাল ট্রায়াল এই সুখবর দিয়েছে। আমেরিকার সংস্থা জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকাকে ভারতে আপৎকালীন ব্যবহারের জন্য গত শনিবারই অনুমোদন দেওয়া হয়েছে।
ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল জানিয়েছে, কেউ যদি জনসন অ্যান্ড জনসনের একটি কোভিড টিকা নিয়ে থাকেন, তাহলে পরে তিনি করোনাভাইরাসের বিটা ও ডেলটা রূপের সংক্রমণ রুখে দিতে পারবেন। সংক্রমিত হলেও তা ভয়াবহ হয়ে উঠবে না। মৃত্যুও হবে না।
ভারতে কোভিডের দ্বিতীয় তরঙ্গ যথেষ্টই ভয়াবহ হয়ে উঠেছিল। এ মাসেই তৃতীয় তরঙ্গ গোটা দেশে আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। এ পরিস্থিতিতে জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকাকে শনিবারই দেশে আপৎকালীন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল তাই ভারতের পক্ষেও আশাপ্রদ, মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে গত শুক্রবার ওই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল ঘোষণা করা হয় এক সাংবাদিক বৈঠকে। যদিও কোনও আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় সেই ফলাফল এখনও প্রকাশিত হয়নি। রয়েছে পিয়ার রিভিউ পর্যায়ে।
ওই ক্লিনিক্যাল ট্রায়ালের নাম ‘সিসোঙ্কে’। ট্রায়ালে জনসন অ্যান্ড জনসনের একটি কোভিড টিকা দেওয়া হয় এমন প্রায় ৫ লাখ স্বাস্থ্যকর্মীকে, যাদের কোভিডে আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল সবচেয়ে বেশি। দেখা যায়, এ টিকা নেওয়া থাকলে ডেলটা সংক্রমণের দৌলতে মৃত্যু রুখতে পারা যাচ্ছে ৯৫ শতাংশ। আর হাসপাতালে ভর্তি করানোর হার ৭২ শতাংশ কমানো যাচ্ছে।
অন্যতম গবেষক কেপটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিকিৎসক লিন্ডা-গেল বেক্কের বলেছেন, ‘আমরা দেখেছি, জনসন অ্যান্ড জনসনের একটি কোভিড টিকা নেওয়া থাকলে বিটা ও ডেলটা রূপের সংক্রমণ রোখার জন্য পরে আর বুস্টার শট নেওয়ারও প্রয়োজন হচ্ছে না’। সূত্র : ভয়েস অব আমেরিকা, দ্য বোস্টন গ্লোব।



 

Show all comments
  • Shanto ৯ আগস্ট, ২০২১, ৯:১৬ এএম says : 0
    কথিত ভাইরাস থেকে লক্ষ কোটি গুণ বিষাক্ত বিষ/ সবচাইতে ক্ষতিকর প্রাণী হচ্ছে যত সব বড় বড় মিথ্যুক ভন্ড প্রতারক বাটপার শোষক জালেম শ্রেণীর মানুষের রূপ ধারী অমানুষরা - বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। যারা অসংখ্য ভাবে তাদের মিথ্যা ভন্ডামি প্রতারণার মাধ্যমে এই পৃথিবীর হাজার লক্ষ কোটি মানুষদের বিভিন্নভাবে ক্ষতি করে যাচ্ছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি লকডাউন দিতে হয় যদি ভ্যাকসিন দিতে হয় তাহলে ঐ সকল মানুষের রূপ ধারী অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক লকডাউন দেওয়া হোক এবং ওদেরকে ভ্যাকসিন দেওয়া হোক। কারণ যত দিন ওরা এই পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে ইনসাফ মানবতা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ