Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লাইট ছাড়বে ২০২২-এ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বাড়ি যেতে হবে। খুব ভোরে ঘুম থেকে উঠেই ছুটলেন বিমানবন্দরের পথে। সঠিক সময়ে পৌঁছানোর পরও মাথায় হাত। বিমান ছাড়বে আগামী বছর! অর্থাৎ বিমানযাত্রার সময় ২০২২ সালে!
এক তরুণী বিমানযাত্রী এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তরুণী ইটালির নাগরিক। তার নাম অ্যালেক্সিয়া পোর্টম্যান। তিনি ক্রোয়েশিয়া থেকে ইটালির ফ্লাইট ধরতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন।
বিমানবন্দরে পৌঁছে এতটা বেকুব বনে প্রাথমিকভাবে ধাক্কা খেলেও অবশ্য তার রসবোধ এতটুকুও কমেনি। বিমানবন্দরে বসে নিজেই এমন অভিজ্ঞতার কথা টিকটক ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে হেসে খুন নেটিজেনরা।

অ্যালেক্সিয়া পোর্টম্যান সকাল ৬টায় ইটালিগামী বিমান ধরার জন্য ভোরে উঠে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন। কিন্তু গিয়ে দেখেন, এ কী! সব বিমান বাতিল। শুধু তার নির্দিষ্ট বিমানই বাতিল নয়। ক্রোয়েশিয়া থেকে ইটালি যাওয়ার সমস্ত ফ্লাইট এ বছরের জন্য বাতিল। আবার ২০২২ সালে এই রুটে বিমান চলাচল করবে।
আসলে সমস্যা বিমান সংস্থার নয়। অ্যালেক্সিয়া নিজেই টিকিট বুকিংয়ের সময় ভুল বোঝাবুঝির জেরে এই বিপত্তি বাঁধিয়েছেন। ইটালি যাওয়ার জন্য তিনি দু’বার টিকিট বুক করেও বাতিল করেছিলেন। শেষ পর্যন্ত একটা টিকিট পেলেন বটে, তবে সময় ঠিক করে দেখে নেননি। ফলে চলতি বছরটা তাকে ক্রোয়েশিয়ায় বসেই কাটাতে হবে, এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল।

অ্যালেক্সিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে, লাগেজ নিয়ে তিনি বিমানবন্দরে বসেই আক্ষেপ করছেন। বলছেন, ‘ভাবতেই পারছি না আমি সকাল ৬টার বিমান ধরব বলে এসেছিলাম। কিন্তু দেখছি, ফ্লাইট ২০২২-এ! ভাবুন তো কেমন ব্যাপারটা!’ বিমানবন্দরেই দিনভর বসেছিলেন অ্যালেক্সিয়া।
অ্যালেক্সিয়া বাড়িতে যোগাযোগ করলে বাবা তাকে আশ্বাস দেন, ক্রোয়েশিয়া থেকে ইটালিতে ফিরিয়ে আনবেন। অ্যালেক্সিয়ার নিজের ভুলের জন্য অবশ্য বিমান সংস্থা তার প্রতি সহানুভ‚তি দেখিয়েছে। ২০২২ সালের বিমান টিকিটের অর্থও সঙ্গে সঙ্গে ফেরত দিয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে, টাইমস নাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ