Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলি করে হত্যার দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

গুলি করে এক তরুণ নেতাকে হত্যা করার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভারতের পাঞ্জাব প্রদেশের মোহালি জেলায় আকালি দলের যুব শাখার ওই নেতাকে শনিবার গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হত্যার মুহ‚র্তটি। সেই ভিডিও দেখে সবাই শিউরে উঠেছেন। দেশটির পুলিশ জানিয়েছে, ভিকি মিট্টুখেরা নামের ওই নেতা সেক্টর ৭১-এর মাটোর মার্কেটে নিজের গাড়িতে বসতে যাচ্ছিলেন। সেই সময়ই তার উপরে চড়াও হয় দুর্বৃত্তরা। তারপরই তারা গুলি চালাতে থাকে। সেখানেই লুটিয়ে পড়তে দেখা যায় ওই নেতাকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, অনেকক্ষণ ধরেই তার জন্য অপেক্ষা করছিল দুর্বৃত্তরা। তারা মাস্ক পরা ছিল। গুলি চালানোর পরে গাড়িতে চড়ে চলে যায় দুর্বৃত্তরা। এরপর ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ভিকির মৃত্যুর পরে পাঞ্জাবের আকালি দলের বর্ষীয়ান নেতা ও দলের মুখপাত্র দলজিৎ সিং জানিয়েছেন, এই হামলার ঘটনা থেকে রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতির প্রকৃত ছবিটা ফুটে উঠেছে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ