Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসরকারি ব্যাংকের একাধিক এমডি সিআইডির নজরদারিতে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:৩২ পিএম

গতকাল শনিবার সিআইডি কার্যালয়ে একটি বেসরকারি ব্যাংকের এমডিকে দীর্ঘসময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে নাম বেরিয়ে আসা সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করেছে সিআইডি। তালিকায় নাম থাকা সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তের স্বার্থে এসব পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে সিআইডি।
এদিকে গতকাল শনিবার রাতে নায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, বহিষ্কৃত নেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, মিশু হাসান এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি। মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
সিআইডির অভিযানসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযানে পরীমনির বাসা থেকে দুটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, পেনড্রাইভ, মেমোরি কার্ড ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের জন্য এসব সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
নায়িকা, মডেল, প্রযোজক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল, মাদকব্যবসাসহ নানা অভিযোগে দায়ের হওয়া ৭টি মামলার তদন্তভার শুক্রবার সিআইডিতে স্থানান্তর করা হয়। এর পর তদন্তে মাঠে নামে সিআইডির তদন্ত টিম। এর মধ্যে পরীমনি ও রাজের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়।
সূত্র জানায়, আসামিদের হাতে পাওয়ার পরই জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। জিজ্ঞাসাবাদে বেশকিছু প্রভাবশালী ব্যক্তির নাম বেরিয়ে আসে। এর পরই তদন্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে নেমে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলছে তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই তালিকার সূত্র ধরে নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে সিআইডি। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের এমডিদের নজরদারি এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে সিআইডি। দেশের সবগুলো ইমিগ্রেশনকে তাদের বিষয়টি জানানো হয়। তবে তদন্তের স্বার্থে এসব ব্যাংকের এমডিদের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো নিয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে চায়নি সিআইডি। সিআইডি বলছে, কৌশলগত কারণে তারা এখনই বিস্তারিত জানাতে চান না।
ইতোমধ্যে এসব মামলা তদন্তে তদারক, জিজ্ঞাসাবাদ এবং অভিযান পরিচালনার জন্য পৃথক টিম গঠন করেছে সিআইডি।
সিআইডির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যতই প্রভাবশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, মামলা নিজেদের হাতে বুঝে পাওয়ার পর গতকাল দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, শুক্রবার নায়িকা পরীমনি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের সাতটি মামলা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের আমরা পেয়েছি। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তদন্ত শুরু করেছি, তদন্তপরবর্তী যে কোনো বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আইনের মধ্যে থেকেই মামলা তদন্ত করবে সিআইডি, সুষ্ঠুভাবে তদন্তকাজ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, এসব ঘটনার পেছনে যারা জড়িত আমরা তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করব, তারা যত ক্ষমতাধরই হোক না কেন।
সিআইডির এই কর্মকর্তা আরো বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সে তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য ঘটনা উদ্ঘাটন করতে। গ্রেপ্তার তালিকায় আরও বেশ কয়েকজনের নাম রয়েছে। এদের মধ্যে প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন।



 

Show all comments
  • MD Shohag ৮ আগস্ট, ২০২১, ৫:৫০ পিএম says : 0
    কোন কিছুই হবেনা।দেশে সরকারি চাকরি বা অন্য প্রতিষ্ঠানের বড় পদের মানুষ গুলো সহসা কোটিপতি হয়ে যাচ্ছে ।কই কিছুই তো হতে দেখিনা টাকা থাকলে অনেক কিছুই চেপে দেওয়া টা সম্ভব।।
    Total Reply(0) Reply
  • Ashraf Hossain ৮ আগস্ট, ২০২১, ৫:৫০ পিএম says : 0
    এত টাকা বেতন নেয় তারা কী করবে দিশামিশা পায় না।
    Total Reply(0) Reply
  • Rezaul Rubel ৮ আগস্ট, ২০২১, ৫:৫১ পিএম says : 0
    ওদের দেখানো হচ্ছে না কেন? তারা তো বেশি অপরাধী
    Total Reply(0) Reply
  • Rakib Hasan Molla ৮ আগস্ট, ২০২১, ৫:৫১ পিএম says : 0
    সরকারি ব্যাংক এর কি খবর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ