বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ এলাকায় এ দুর্ঘটনা হয়। রাত সাড়ে ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুচন্দ্রা (২১) মোংলার বুড়িরডাঙ্গা এলাকার জগবন্ধুর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দিগরাজ বাজার এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মটরসাইকেলের পেছনে বসা ওই তরুণী ছিটকে ট্রাকটির চাকার নিচে পড়েন। এ সময় তার কোমরের নিচের অংশের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ৮ টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
সুচন্দ্রার মা বর্ণালী বলেন, তাদের মেয়ে সুচন্দ্রার ঢাকায় বিয়ে হয়েছিল। তার ৪ বছরের একটি সন্তানও রয়েছে। সেই সংসার ছেড়ে এসে সুচন্দ্রা নাম পাল্টিয়ে হাসি নামে মোংলা ইপিজেডে চাকরি নিয়ে বন্দর এলাকায় আলাদা বসবাস করতো। তাদের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল না দীর্ঘদিন। মোটরসাইকেলের চালক মোংলা বন্দরের আনসার সদস্য আকাশ মাহামুদ। তবে আকাশ মাহামুদকে চেনেন না নিহত সুচন্দ্রার মা। মেয়ের সঙ্গে আকাশের কি সম্পর্ক তাও জানেন না বলে জানান তিনি।
মোংলা থানার এসআই অমিত বলেন, মেয়েটির পরিবারের সঙ্গে সম্পর্ক না থাকা ও আকাশ মাহামুদের মোটরসাইকেলে যাওয়ার বিষয়টির মধ্যে রহস্য রয়েছে। আমরা সেই রহস্য উদঘাটনের চেষ্টা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।