Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থ্রি’র পর ড্র্যাক্সের ভূমিকায় ফিরবেন না ডেভ বটিস্টা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

ডেভ বটিস্টার ভক্তটা খবরটি শুনে নিরাশ হবেন, কারণ তিনি জানিয়েছেন মারভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) থেকে বিদায় নেবার সময় ঘনিয়ে এসেছে তার। বছরের শুরুতে তিনি ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’এর শুটি শেষ করেছেন ডেভ, অক্টোবরে শুরু করবেন ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থ্রি’র কাজ। ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’র নিয়তি জানেন না বলে জানান তিনি একটি সাময়িকীকে, একই সঙ্গে জানান ড্র্যাক্স দ্য ডেস্ট্রয়ারের ভূমিকায় অভিনয়ের মেয়াদ তার জন্য শেষ হয়ে এসেছে। “আমি জানিনা তারা চরিত্রটি নিয়ে বা ‘গার্ডিয়ান্স’ (তৃতীয় পর্বের পর) নিয়ে আর এগুবে কীনা। আমি হয়তো চিত্রনাট্য পড়ব, তবে আমাকে তাদের জোর করে চরিত্রটি করাতে হবে। তবে আমার কোনও প্রত্যাশা নেই, কারণ আমি চরিত্রটির ভক্ত,” বটিস্টা বলেন। তিনি জানান চিত্রনাট্য বিবেচনা করা থেকে তিনি বরত থাকাকেই অগ্রাধিকার দেন। তিনি জানান, সব পরিকল্পনা মত চললে আগামী বছর এপ্রিলে ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থ্রি’র শুট শেষ হলে ড্র্যাক্স হিসেবে তার যাত্রা শেষ হবে। সাবেক রেসলার বলেন, “হতে পারে ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থ্রি’তে আমার সুযোগ থাকবে। আমি এমসিইউতে রেসলিংয়ের অ্যাকশন আনতে চেয়েছিলাম, তবে সেই সুযোগ হয়নি।” বটিস্টা এখন গ্রীসে ‘নাইভস আউট টু’র শুটের ব্যস্ত, এতে তার সঙ্গে আরও আছেন জেনেল মোনে, কেইট হাডসন, ক্যাথরিন হান, এডওয়ার্ড নর্টন এবং লেসলি ওডম জুনিয়র। ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থ্রি’ সম্পর্কে তিনি বলেন, “আমি জানি এটি ভাল হবে, তবে প্রথমটির মত নয়। মনে হয়, চরিত্রগুলো আরও রঙিন হয়েছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ