Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় করোনার টিকা নিলে ফুল উপহার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৭:১২ পিএম

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে টিকাগ্রহীতাদের জন্য ফুল উপহারের ব্যবস্থা করেন। ঘটনাটি ঘটে চট্টগ্রামের আনোয়ারায়। শনিবার (৭ আগস্ট) চট্টগ্রামের আনোয়ারা ১১টি ইউনিয়নে ৬ হাজার ৬০০ জন টিকাগ্রহীতাকে এ উপহার দেওয়া হয়।

এছাড়া কিছু কিছু ইউনিয়নে মাস্ক ও কফি দেওয়া হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, টিকা যারা দিতে আসছেন তাদের উৎসাহিত করতে ফুল উপহার দেওয়া হচ্ছে। টিকা নিয়ে এখনও কিছু কিছু মানুষের মধ্যে ভীতি কাজ করছে। যারা ভয় পাচ্ছেন তাদেরকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ। তিনি আরও বলেন, আনোয়ারায় ৬ হাজার ৬০০ মানুষকে আজ (শনিবার) টিকা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সারাদেশের মতো চট্টগ্রামেও একযোগে টিকা দেওয়া হয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে টিকাদান কার্যক্রম চলবে বিকেল তিনটা পর্যন্ত। প্রতিটি ইউনিয়নের একটি কেন্দ্রে তিনটি বুথে টিকা দেওয়া হয়েছে। আনোয়ারা বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, আমার ইউনিয়নের একটি কেন্দ্রে তিনটি বুথ করে মানুষকে টিকা দিয়েছি। যারা টিকা দিতে এসেছেন প্রথমে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। এরপর টিকা দেওয়ার পর এক কাপ কফি দেওয়া হয়েছে। মূলত মানুষকে টিকা নিতে উৎসাহ প্রদান করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এদিন সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ইউনিয়নগুলোতে টিকা দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ