Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলের গ্রামেগঞ্জে করোনার ভয়াবহ বিস্তৃতি মৃত্যু আরো ৮

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৫:৪২ পিএম

নমুনা পরিক্ষা প্রায় ৬০ভাগ হ্রাসের সাথে দক্ষিণাঞ্চলে করোনা সনাক্তের সংখ্যা প্রায় ৭০ভাগ হ্রাস পেলেও শণিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ৮ জনের প্রাণ গেল এ মরনব্যধীতে। তবে আগের দুদিন মৃত্যুর সংখ্যাটা ছিল ২৯। সমগ্র দক্ষিণাঞ্চলের গ্রামগঞ্জে ইতোমধ্যে করোনা ছড়িয়ে পড়েছে। গত ২১ জুন দক্ষিণাঞ্চলের ১৭৪টি ইউপি নির্বচনের পর থেকেই সমগ্র দক্ষিণাঞ্চলের পল্লী এলাকায় করোনার ভয়াবহ বিস্তার শুরু হয়। এমনকি গত ১৭ মাসে দক্ষিণাঞ্চলে ১ লাখ ৭৩ হাজার ৬২১ জনের নমুনা পরিক্ষায় যে ৩৭ হাজার ৮১৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে, তার প্রায় ১৬ হাজারই সংক্রমিত হয়েছেন জুলাই মাসে। আর এপর্যন্ত দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত ৫৩৬ জনের ১৬৩ জনই মারা গেছেন জুলাই মাসে।

ফলে একদিকে সংক্রমনরোধ করা দুরুহ হয়ে পড়েছে, অপরদিকে পল্লী এলাকার আক্রান্তরা কাছাকাছি চিকিৎসা সুবিধা না পাওয়ায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে বলে মনে করছেন ওয়াকিবাহল মহল। দক্ষিণাঞ্চলে এখন গড় মৃত্যুহার ১.৪২%। তবে এরপরেও নমুনা পরিক্ষার সংখ্যা কাঙ্খিত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে না। এ অবস্থায় শণিবার থেকে শুরু হওয়া গনটিকা কার্যক্রম কতটা সুফল বয়ে আনে তা দেখার অপেক্ষায় পর্যবেক্ষক মহল। তবে এরপরেও এখন পর্যন্ত ব্যপক ভেকসিন প্রয়োগই এ মরনব্যাধী থেকে রক্ষায় অন্যতম উপায় বলেই মনে করছেন চিকিৎসকগন। ১৮ বছর থেকে ভেকসিন দেয়ার সিদ্ধান্ত থেকে সড়ে আসায় এ কার্যক্রমের সুফল মিলতে বিলম্ব ঘটাতে পারে বলেও মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক বিশেষজ্ঞ চিকিৎসক।
এদিকে শণিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় মাত্র ৮০১ জনের নমুনা পরিক্ষায় ১৯৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। অথচ শুক্রবার ২ হাজার ১৩৫ জনের নমুনা পরিক্ষায় ৬২৪ জনের পজিটিভ সনাক্ত হয়। করোনার ব্যপক বিস্তৃতির মধ্যেও দক্ষিণাঞ্চলে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে করোনা নমুনা সংগ্রহ ও পরিক্ষার সংখ্যা অতি নগন্যই থাকছে। ফলে দ্রুত রোগী চিঞ্হিত করে চিকিৎসা শুরু বিলম্বিত হচ্ছে। গত শুক্রবারও ঝালকাঠীতে কোন নমুনা পরিক্ষা হয়নি। পিরোজপুরে এ সংখ্যা ছিল মাত্র ২৯।
গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে মোট সনাক্ত ১৯৫ জনের ৭১ জনই মহানগরী সহ বরিশাল জেলায়। আর এসময়ে মৃত ৮ জনের ৩জন বরিশাল মহানগরীতে। এনিয়ে বরিশালে মোট সনাক্ত ১৫ হাজার ৬০৬ জনের মধ্যে ১৭৮ জনের মৃত্যু হল। এসময়ে ভোলাতেও নতুন সনাক্ত ১০৮ জনের মধ্যে শহর এলাকাতেই আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দ্বীপজেলাটিতে মোট ৪ হাজার ৮৫১ জন সনাক্তের মধ্যে ৫২ জনের মৃত্যু হল।
দক্ষিণাঞ্চলের ছোট জেলা ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় নতুন কোন নমুনা পরিক্ষা না হলেও আগের সংগৃহীত নমুনার পরিক্ষায় আরো দুজনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আর এসময়ে সদর উপজেলার ভরপাশা ও রাজাপুরে আরো দুজনের মৃত্যুর ফলে জেলাটিতে মোট সনাক্ত ৪,২৮৪ জনের মধ্যে মৃত্যু হল ৬৭ জনের। জেলাটিতে এখনো সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ, ২৭.৪৯%। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ১৩২ জনের নমুনা পরিক্ষায় ৯ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। কোন মৃত্যু সংবাদ ছিলনা। এনিয়ে জেলাটিতে মোট সনাক্তের সংখ্যা ৫ হাজার ১৪০ জনে উন্নীত হল। এরমধ্যে মৃত্যু হয়েছে ৯১ জনের ।
পিরোজপুরে মাত্র ২৯ জনের নমুনা পরিক্ষায় ৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৪ হাজার ৬৮৭ জন সনাক্তের মধ্যে মৃত্যু হয়েছে ৭৪ জনের। আর বরগুনাতেও গত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা হয়েছে মাত্র ৫২ জনের। তবে কোন সনাক্ত বা মৃত্যু ছিলনা। এ জেলাটিতে মৃত্যুহার এখনো দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ, ২.২৮%।
স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে শণিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ১২৯ জন সহ সর্বমোট ২০ হাজার ৬১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ্যতার হার আগের দিনের চেয়ে দশমিক ৬% বেড়ে শণিবারে ছিল ৫৪.৫২%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ