Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যুও কমেছে, শনাক্তও কমলো আজ সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৫:১৫ পিএম

গত ২৪ ঘন্টায় ৩৫২ জনের করোনা শনাক্ত  সিলেট বিভাগে।  একই সময়ে মারা গেছেন আরও ৪জন। আজ শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা.হিমাংশু লাল রায় গণমাধ্যমকে নিশ্চিত করেন এসব তথ্য।  গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৫৫টি। এর আগে গতকাল শুক্রবার পরীক্ষা হয়েছিল ১ হাজার ৯৬৭টি। জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন সিলেটে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৮১ জন। এর মধ্যে সিলেট  সর্বোচ্চ ৬২৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন এবং ৬২ জন মারা গেছেন মৌলভীবাজারে।  বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৫টি নমুনা করা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় বিভাগে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬ শতাংশ । এর মধ্যে সিলেট শনাক্তের হার ৩১.৭১ শতাংশ, সুনামগঞ্জে ২৪.৫০ শতাংশ, হবিগঞ্জে ৪৫ শতাংশ এবং মৌলভীবাজারে ৩০.৯১ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৩৫২ জনের মধ্যে ১৮২ জনই সিলেটের বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ  ৩৭ জন, হবিগঞ্জ জেলার ৯৯ জন এবং ৩৪ জন মৌলভীবাজারে। মএ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট সর্বোচ্চ ২৭ হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১৫০ জন, হবিগঞ্জে ৫ হাজার ৩৯৯ জন ও ৬ হাজার ২৫৫ জন রয়েছেন মৌলভীবাজারে। একই সময়ে সিলেটে ৮৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৮৫ জনই সিলেটের  বাসিন্দা। বাকি একজন মৌলভীবাজারের।  বিভাগে এ পর্যন্ত ৩২ হাজার ৫৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট  ২২ হাজার ৩৫০ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫০৫ জন, হবিগঞ্জ  ২ হাজার ৬৩৬ জন ও ৪ হাজার ৯৬ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট বিভাগের। এর মধ্যে সিলেট  ২৪ জন, সুনামগঞ্জে ৪ জন এবং  ৩ জন রয়েছেন মৌলভীবাজার। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৯৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট  বিভিন্ন হাসপাতালে ৩৬২ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৮ জন ও ২৮ জন চিকিৎসাধীন আছেন মৌলভীবাজারের হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ