Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনির সাথে গোয়েন্দা পুলিশের কর্মকর্তার প্রেম

বিষয়টি তদন্ত করা হচ্ছে- পুলিশ কমিশনার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১১:৩২ এএম | আপডেট : ১১:৩৬ এএম, ৭ আগস্ট, ২০২১

তদন্ত করতে গিয়ে চলচ্চিত্র নায়িকা পরীমণির সঙ্গে পরিচয়। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। এরপর নিয়মিত পরীমণির বাসায় যাতায়াত শুরু করেন সেই পুলিশ কর্মকর্তা। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দু’জনে। বিবাহিত সেই পুলিশ কর্মকর্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন অবিবাহিত হিসেবে। সর্বশেষ পরীমণি সেই পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় ১৮ ঘণ্টা। পরীমণি গ্রেফতারের পর অকপটে স্বীকার করেছেন সবকিছু। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পুলিশে। আলোচিত এই কর্মকর্তার নাম গোলাম সাকলায়েন শিথিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত তিনি। এরই মধ্যে পরীমণি ও গোয়েন্দার পুলিশ কর্মকর্তার প্রেমের বিষয়টি পুলিশের সর্বত্র আলোচিত হচ্ছে। একই সাথে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন শিথিল ও পরীমনির সম্পর্ক নিয়ে ঢাকা মহানগর পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে। পুলিশ কর্মকর্তারা পরীমণির কাছ থেকেও জবানবন্দি গ্রহন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম শনিবার দৈনিক ইনকিলাবকে বলেন, গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন শিথিল ও চিত্রনায়িকা পরীমনির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা আমরা তদন্ত করছি। তদন্ত রিপোর্ট ব্যবস্থা গ্রহন করা হবে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমণি। এর পরদিনই উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখন থেকেই এডিসি গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরীমণির। এরপর থেকেই শুরু হয় যোগাযোগ।
জিজ্ঞাসাবাদে পরীমণি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমণি। যা এরই মধ্যে সিসিটিভি ফুটেজ পেয়েছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশের একজন কর্মকর্তা জানান, পরীমণির সহযোগী দীপু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত কোরবানির ঈদের পর তিনি পরীমণির বাসায় গিয়ে জানতে পারেন গোলাম সাকলায়েন এসে তার বাসায় তিন দিন ছিলেন। তিনি গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমণির প্রেমের সম্পর্কের কথা জানতেন। পরীমণিই তাকে এই বিষয়টি জানিয়েছেন। তবে গোলাম সাকলায়েন নিজেকে অবিবাহিত বলে দাবি করেন। কিন্তু পরে সাকলায়েন বিবাহিত জানতে পারলে পরীমণি ক্ষুব্ধ হন। এ সময় সাকলায়েন তার ডিভোর্স হয়ে গেছে বলে দাবি করেন, এমন তথ্য জানান দীপু।

উল্লেখ্য, সাকলায়েন বিবাহিত এবং তার স্ত্রী প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাদের একটি সন্তানও রয়েছে।
গোলাম সাকলায়েনের সরকারি বাসভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১ আগস্ট সকাল ৮টার দিকে পরীমণির নিজের হ্যারিয়ার গাড়ি নিয়ে গোলাম সাকলায়েন মধুমতির ফ্লাটে যান। এ সময় ১০তলা থেকে নেমে এসে খোদ গোলাম সাকলায়েন পরীমণিকে রিসিভ করে বাসায় নিয়ে যান। পরীমনির খালাতো বোন শায়লা ও তার স্বামী গোলাম রাতে সাকলায়েনের ওই বাসায় যান। পরে রাত ২টার দিকে পরীমনি ও তার স্বজনরা গোলাম সাকলায়েনের বাসা থেকে বের হয়ে যান।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরীমণিকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তার প্রেমের সম্পর্কটি ফাঁস হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতির বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের ডিভিআরসহ পুলিশ সদর দফতরে ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে পরীমণির বক্তব্যের সত্যতা পান। তবে শনিবার সকাল পর্যন্ত গোলাম সাকলায়েনের বিরুদ্ধে বিভাগীয় কোনও ব্যবস্থা নেয়া হয়নি।
পরীমণির গাড়িচালক নাজির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ১ আগস্ট পরীমনিকে নিয়ে তিনি রাজারবাগের সরকারি কোয়ার্টারে এক বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন। এরপর তিনি সেখান থেকে বনানীর বাসায় চলে যান। পরে রাতে তাকে পরীমণি গাড়ি নিয়ে তার খালাতো বোন ও বোন জামাইকে তুলে রাজারবাগের ওই বাসায় যেতে বলেন।
এক প্রশ্নের জবাবে নাজির হোসেন বলেন, ওই লোকের (পুলিশ কর্মকর্তা সাকলায়েন) সঙ্গে পরীমণি দুই দিন রাতের বেলা হাতিরঝিলে ঘুরতে গিয়েছিলেন। হাতিরঝিলে গাড়িতে বসেই তারা মদ খেয়েছে।
এডিসি গোলাম সাকলায়েন শিথিল সাংবাদিকদের বলেন, পরীমণির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে তা প্রেমের সম্পর্ক নয় এবং তারা বিয়েও করেননি। পরীমণি তার বাসায় যাওয়ার কথাও তিনি অস্বীকার করেন। পরে তার বাসায় যাওয়ার সিসিটিভি ফুটেজ রয়েছে জানালে এ বিষয়ে তিনি আর কোনও মন্তব্য করতে চাননি।



 

Show all comments
  • গিয়াস উদ্দিন ৭ আগস্ট, ২০২১, ১২:৪৮ পিএম says : 0
    রাষ্ট্র ও সমাজের অনেক ক্ষমতাবান, সুশীল! হর্তাকর্তারা এসব অপরাধের সাথে সম্পৃক্ত। একটি সভ্য সমাজের অস্তিত্ব রক্ষা করতেই এসবের সঠিক তদন্ত এবং দোষীদের বিচার হওয়া প্রয়োজন। মূলত আল্লাহর ভয় ও নৈতিক চরিত্রের বিকাশই এই মহা দুর্যোগ থেকে জাতিকে রক্ষা করতে পারে।
    Total Reply(0) Reply
  • Md Masud Hawlader ৭ আগস্ট, ২০২১, ১২:৪৮ পিএম says : 0
    শুধু কি পরি মনিকে রিমান্ডে নিলে হবে যাদের ছত্র ছায়ায় পরি মনি হয়েছে তাদের কে আইনের আওতায় আনা হয়না কেনো মাদকের বিরুদ্ধে এতো অভিযান চালানো হলো তার ফলাফল কি হলো দেশে আজ মাদকের সয়লাব
    Total Reply(0) Reply
  • Samire Max ৭ আগস্ট, ২০২১, ১২:৫৬ পিএম says : 0
    আগে এই বিষয়টাকে খতিয়ে দেখার দরকার বাংলাদেশে এতো আইন শৃঙ্খলা বাহিনী থাকতে, আর কি ভাবে পরিমনির বাসায় মদ, ইয়াবা আসে কে এগুলো সাপ্লাই করে এই ডিজিটাল বাংলাদেশে
    Total Reply(0) Reply
  • Mohadeb Barman ৭ আগস্ট, ২০২১, ১২:৫৭ পিএম says : 0
    মদ শুধু পরীমনি খায়,, বাকীরা মিনারেল ওয়াটার পার্টি করে,, মিনি বার শুধু পরীমনির বাসায়, বাকিগুলো শরবতের দোকান।
    Total Reply(0) Reply
  • Md Abu Sufian Mia ৭ আগস্ট, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
    কেউ আইনের উপরে নয়, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে সে যেই হউক।
    Total Reply(0) Reply
  • Juber Ahmed ৭ আগস্ট, ২০২১, ১:০৭ পিএম says : 0
    বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে ঘুনে ধরে গেছে,,উচ্চশিক্ষিতরাই বাংলাদেশের জন্য বড় হুমকি
    Total Reply(0) Reply
  • Mohammad Roknuzzaman Khan ৭ আগস্ট, ২০২১, ১:০৭ পিএম says : 0
    বদলীর মতো ভয়াবহ শাস্তি দাবী করছি!
    Total Reply(0) Reply
  • আঃ রহমান। ৭ আগস্ট, ২০২১, ১:১২ পিএম says : 0
    ভাবেতে মজিলে মন, কি বা হাঁড়ি কি বা ডোম। তই তো কই,ডুবে ডুবে কে কে জল খেল,তারা কই।
    Total Reply(0) Reply
  • আশ্রাফুল ৭ আগস্ট, ২০২১, ২:০৯ পিএম says : 0
    মন্তব্য কি আর করব, দেশটা নষ্ট হয়ে গেছে। এদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
    Total Reply(0) Reply
  • মোঃফিরোজ উদ্দিন ৭ আগস্ট, ২০২১, ২:১৩ পিএম says : 0
    বাংলাদেশ পুলিশের অনেক সুনাম দেশে /বিদেশে রয়েছে ।দেশের মানুষ আশা করে , সেই সম্মান অক্ষুন্ন রাখার জন্য প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে দোষি ব্যক্তিদের আইনের আওতায় আনবে ।
    Total Reply(0) Reply
  • মোঃফিরোজ উদ্দিন ৭ আগস্ট, ২০২১, ২:১৫ পিএম says : 0
    দোষি ব্যক্তির শাস্তি নিশ্চিত চাই ।
    Total Reply(0) Reply
  • Raj ৭ আগস্ট, ২০২১, ২:৩০ পিএম says : 0
    Life is beautiful but the other one is not working
    Total Reply(0) Reply
  • ABDUR ROUF ৭ আগস্ট, ২০২১, ২:৪১ পিএম says : 0
    CHOLITECHE SARKAS
    Total Reply(0) Reply
  • Belal ৭ আগস্ট, ২০২১, ২:৫৮ পিএম says : 0
    মদ শুধু পরীমনি খায়,, বাকীরা মিনারেল ওয়াটার পার্টি করে,, মিনি বার শুধু পরীমনির বাসায়, বাকিগুলো শরবতের দোকান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ