Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১১:১৬ এএম | আপডেট : ১১:১৭ এএম, ৭ আগস্ট, ২০২১

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- শ্যামনগর উপজেলার আবাদচন্ডীপুর গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী মাজেদা খাতুন (৫৫), ভেটখালী গ্রামের খনজর আলীর ছেলে আব্দুস সামাদ (৬৯), কালিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী আমিনা (৫০), সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর গ্রামের ফকির আহম্মেদের ছেলে আব্দুল হামিদ (৬৫) ও কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আহছান গাজীর ছেলে আরশাদ গাজী (৮০)।

শনিবার (০৭ আগষ্ট) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছেন।
সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৬৪৫ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ৯৭ জন।
এদিকে, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ১৬০ জন। এর মধ্যে ১৪ জন পজিটিভ। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ