Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.) এর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাাবিদ, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মওলানা মুহাম্মদ অবদুর রহীম (রহ)-এর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। কর্মসূচি: বাদ ফজর কুরআনখানী, সকাল ৭টায় আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত ও দোআ, বিকেলে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আলোচনা সভা সংগঠনের ৮৫-১/এ পুরানাপল্টনস্থ কার্যালয়ে।
১৯১৮ সালের ২ মার্চ, পিরোজপুরের কাউখালিস্থ শিয়ালকাঠি গ্রামে জন্মগ্রহণ। ১৯৩৮ সালে শর্ষিনা আলীয়া মাদ্রাসা হতে আলিম পাস। ১৯৪০ সালে কোলকাতা আলীয়া মাদ্রাসা থেকে ফাযিল পাশ। ১৯৪২ সালে উক্ত মাদ্রাসা হতে প্রথম শ্রেণীতে টাইটেল পাস। ১৯৪৩-৪৫ সালে কোলকাতা মাদ্রাসায় কুরআন ও হাদীস সম্পর্কে গবেষণার কাজ সম্পাদন। ১৯৭১-’৭৪ নেপালের কাটমান্ডুতে অবস্থান ও ইসলামী সাহিত্য রচানায় আত্মনিয়োগ। ১৯৭৬-’৮১ বাংলাদেশ ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এবং একই সময়ে ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব পালন। ১৯৭৭ মক্কায় বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম বিশ্ব ইসলামী শিক্ষা সম্মেলনে যোগদান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.) এর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ