বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের শাল্লায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভেড়ামোহনা হাওরের চাপ্টা নামক গভীর জলাশয়ে হঠাৎ ঝড়ো বাতাসের কবলে পড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের ৬ যাত্রী একটি ইঞ্জিনচালিত খোলা নৌকায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গুরতর অবস্থায় ৪ জনকে উদ্ধার করতে পারলেও শিশু মিয়ার মেয়ে চাদনী বেগম ও ইব্রাহিম মিয়ার মেয়ে ছাবিনা বেগমকে উদ্ধার করা য়ায়নি।
গুরুতর অবস্থায় উদ্ধার ৪ জন হচ্ছেন- ইব্রাহিম মিয়ার ছেলে আপন মিয়া ও মেয়ে সালমা বেগম, মুখলেছ মিয়ার ছেলে সোহাগ মিয়া ও হিরন মিয়ার ছেলে লিটন মিয়া। গতকাল সকালে এলাকাবাসী আবারো অভিযান চালিয়ে চাদনী বেগম ও ছাবিনা বেগমকে চাপ্টা বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃত দুই কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মুক্তাদির হোসেনের নির্দেশে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।