Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ সাংবাদিক মো. আব্দুর রহিমের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ৯:৪৩ পিএম | আপডেট : ১২:০৭ এএম, ৭ আগস্ট, ২০২১

দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার প্রবীণ সাংবাদিক মো.আব্দুর রহিমের ইন্তেকালে সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং তার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম আবদুর রহিম একজন নিষ্ঠাবান সাংবাদিক হিসেব দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের সাংবাদিকতার অঙ্গণে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষাবান্ধব ও ধর্ম অনুরাগী আব্দুর রহিমের ইন্তেকালে আমরা শোকাহত। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মহান আল্লাহপাক তাকে ক্ষমা করে তার সকল নেকআমল কবুল করুন। আমীন।

মরহুম আব্দুর রহিমের ইন্তেকালে যেসব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে দিয়েছেন তারা হচ্ছেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইসয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ’র সভাপতি মোরসালিন নোমান ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাইল নুরপুরী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজীজ, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, খেলাফতে ইসলামী বাংলাদেশের মহাসচিব, গাজীপুর খালেকিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমান,
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক,
খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর, গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি আল্লামা মুফতি রুহুল আমীন, খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,
জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরী ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী,
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব জননেতা আল্লামা এম এ মান্নান ও এম এ মতিন,
মরহুমের মৃত্যুতে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আব্দুর রহিমের ইন্তেকালে ইসলামিক ফ্রন্ট চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডেন্ট পীরে কামেল আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী, ইসলামিক ফ্রন্টের মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর ও সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এইচ এম মুজিবুল হক শুক্কুর,
আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে শায়খুল হাদিস আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা হাসান রেজা আলকাদেরী, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা জাকের আহমদ সিদ্দিকী ও অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ , এছাড়া ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এইচ এম মুজিবুল হক শুক্কুর, স ম হামেদ হোসাইন, মাওলানা ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দীন তৈয়বী, এম মহিউল আলম চৌধুরী, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি এ বি এম আরাফাত মোল্লা সাধারণ সম্পাদক শেখ ফরিদ মজুমদার এবং চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কাউসারুল ইসলাম সোহেল, মুহাম্মদ ফরিদুল হক, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, রাসেদুল ইসলাম রাসেল ও মিসবাহুল ইসলাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক প্রকাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ