বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। ভোলায় ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা। গত ১ আগষ্ট থেকে ৫ আগষ্ট পর্যন্ত ৫ দিনে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। এদের মধ্যে ভোলা সদরে ৩৩ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন ও চরফ্যাশনে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ভোলায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জন করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৫৮৫ জন। ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১০৫ জন, দৌলতখানে ১২ জন, বোরহানউদ্দিনে ১৬ জন, লালমোহনে ১৩ জন, চরফ্যাশনে ১৫ জন, তজুমদ্দিনে ১১ জন ও মনপুরায় ৪ জন করোনা পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ২ হাজার ৬২৪ জন। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, এ জেলার অনেক মানুষ মাস্ক পরেনা। এ ছাড়া করোনা সংক্রমণ রোগীরা লক্ষ্মণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন। যারা করোনায় আক্রান্ত তারা কোয়ারান্টাইনে না থেকে তার আগেই বের হয়ে যাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রচারনা বাড়াতে হবে। ইউনিয়ন কমিটির নিয়মিত মনিটরিং করতে হবে। সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।