প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পরীমনি ইস্যুতে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। পক্ষে-বিপক্ষে চলছে তর্ক-বিতর্ক। এই অবস্থায় মধ্যেই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি পরীমনিকে নিয়ে বৃহস্পতিবার বিকালে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। পরীমনি ইস্যু নিয়ে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পরীমণি যেন ন্যায় বিচার পান সেই দাবী জানিয়েছেন। সেই সাথে পরীমনির সুন্দর জীবনের প্রার্থনা করলেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে জ্যোতিকা জ্যেতি লিখেছেন, ‘মেরুদন্ডহীন হয়ে চুপটি,ঘাপটি মেরে বসে থাকা স্বভাবে নেই, তাই #পরীমনি কে কিছু বলতেই হচ্ছে।
পরীমনি আমার কাছে ইন্ডাস্ট্রির সব থেকে সুন্দরী, আবেদনময়ী নায়িকা। তার সাথে আমার কখনো পরিচয় হয়নি। কিন্তু আমি তার সৌন্দর্যে মুগ্ধ। পরীমণির নাম আমি প্রথম আমার এক সাংবাদিক বন্ধুর মুখে শুনেছিলাম, সাথে তার রুপের প্রশংসাও। তখন তার কোনো কাজ মুক্তি না পেলেও অনেক ছবি সাইন করেছেন এই নিয়ে নিউজ হয়েছে।
ছবির সংখ্যা অল্প বা মানহীন ছবি তবু কিভাবে পরীমণি এত আলোচনায় সেটা নিয়ে কোনোদিন মাথা ব্যথা ছিলো না জানিয়ে তিনি আরো লিখেন, তার কত দামী বাড়ি-গাড়ী সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। কে কিভাবে টাকা ইনকাম করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। যদি সে সমাজবিরোধী কাজ করে আয়ের পথ বেছে নেয় তার জন্য আইন আছে। মিডিয়ার কাজ করার কারণে পরীমণি সম্পর্কে এই সেই কানে চলে আসে।
যেমন- পরীমণির বিগশট বয়ফ্রেন্ডস, জন্মদিনের বিশাল পার্টির স্পন্সরশিপ, জন্মদিনের পার্টিতে গিয়ে বিগলিত পোজে তারকা-সাংবাদিকদের ছবি যেন এই পার্টিতে গিয়েই কেউ কেউ জাতে উঠলো, পরীমণিকে প্রেমিকা-বোন-স্ত্রী-মেয়ে নানান সম্পর্কে জড়িয়ে বিভিন্ন স্বার্থ হাসিল করা। পরীমণির নেশা-নাইট-নাগর, শুটিংয়ে সে কি আকাম-কুকাম করলো সে সব নিয়ে রসালো কিচ্ছা।
এসব শুনে আমার মনে হতো মেয়েটার কি কোনো সত্যিকার বন্ধু নেই যে, তাকে একটু গাইড করবে! না হয় সে এতিম, অশিক্ষিত, ক্লাসহীন সমাজ থেকে উঠে আসা কিন্তু ভদ্রলোক যারা তার আশেপাশে থাকতেন তারা শুধু মেয়েটার কাছ থেকে সুযোগ সুবিধাই নিলেন একটুও দায়িত্ববান হতে পারলেন না!
অপকর্ম একা একা করা যায় না উল্লেখ করে জ্যোতি লিখেন, পর্দার নায়িকা জীবন বাস্তবে যাপন করে একটা মানুষ কিভাবে বাঁচে। কবে যে কি একটা দুর্ঘটনা ঘটে...অসম্ভব সুন্দরী এই নায়িকার জন্য আমার এই শঙ্কাটা হতো! পরীমণির এই সংকট সময়ে একজন নারী হিসেবে আমি চাই তার সাথে যেন সঠিক বিচার করা হয়।
আর যদি তার অপরাধ হয় উচ্ছৃঙ্খল জীবন-যাপন, বিছানায় যাওয়া, নেশা করা, মদ খাওয়া, কোটি কোটি টাকার চলাফেরা এসব হয় তাহলে যারা তাকে শৃঙ্খলা থেকে বের করলো, বিছানায় নিয়ে গেলো, মদ সাপ্লাই করলো, নেশায় সঙ্গ দিলো, কোটি কোটি টাকা দিলো তাদেরকেও ধরা হোক, আইনের আওতায় আনা হোক। তাদেরও বিচার করা হোক। কারণ আমরা সবাই জানি এই কাজগুলো একা একা করা যায় না। যদি তা নয় তাহলে এই সমাজ ব্যবস্থার প্রতি ধিক্কার জানিয়ে আমি এই সুন্দরী নায়িকাটির সুন্দর জীবনের প্রার্থনায় থাকবো।’
উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তার বাসা থেকে মাদক পাওয়া যায়। আপাতত মাদক নিয়ন্ত্রক আইনের অধীনে চার দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে আছেন নায়িকা। পরীমণি গ্রেফতার হওয়ার পর থেকে তার পরিচিতজন, সহকর্মী কেউই বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। এর আগে বোট ক্লাবের ঘটনায় যারা তাকে কথা বলেছিলেন, সামাজিক মাধ্যমে সরব ছিলেন তারাও এবারের ঘটনায় নিরব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।