Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৮দিন আইসিইউতে থেকে মারা গেলেন রামগতির শাহনাজ বেগম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ৩:০৮ পিএম

কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর ইনসেন্টিভ কেয়ার ইউনিট হাসপাতালে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শাহনাজ বেগম নামের ৪৫ বছর বয়সী এক নারী (ইন্না-লিল্লাহে.. রাজিউন)। তিনি রামগতি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি প্রবাসী মোঃ ইসরাফিলের স্ত্রী।

জানা যায়, কোভিড-১৯ এর লক্ষন প্রকাশ পেলে স্থানীয় নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি টানা ৪৮ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একবার কোভিড-১৯ নেগেটিভও হয়েছে তার।

আজ (শুক্রবার ৬ আগস্ট) সকাল ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন শাহনাজ।
তার মেঝো ছেলে ইবরাহিম ফারহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার বিকেলে স্থানীয় চরহাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ