প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে বুধবার (৪ আগস্ট) রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব। অভিযানে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। পরীমনি'র বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে পরীমনির কাছের মানুষ হিসাবে পরিচিত নির্মাতা চয়নিকা চৌধুরীর কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি। পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা। অবশেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন।
পরীমনি প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘পরীমনির সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তার সাথে যে সব আলাপ হতো তার সবই কাজভিত্তিক। তুমি কেমন আছ, তুমি খেয়েছ কি না, তোমার শরীর কেমন, আমাদের এই নাটকটি কেমন হয়েছে - এসব বিষয়ে সব সময় কথা হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে পরীমনি আমার সাথে কোনোদিনই আলাপ করেনি। আর আমিও যেচে পড়ে তার ব্যক্তিগত বিষয়ে নাক গলাইনি। জানতেও চাইনি।’
চয়নিকা আরো বলেন, ‘আমি খুব পরিচ্ছন্ন জীবনযাপন করি। সেটা আমার সঙ্গে যারা কাজ করেন সবাই জানেন। আমার স্বভাব মানুষের বিপদে পাশে থাকা। আর এটা আমি মানবিকভাবেই চেষ্টা করি।’
তবে গ্রেফতার পরীমনির আইনি লড়াইয়ে তিনি পাশে থাকবেন কি না সাংবাদিকের সেই প্রশ্নে বিষয়টি এড়িয়ে যান এই নাট্যনির্মাতা।
উল্লেখ্য, চয়নিকা চৌধুরী'র প্রথম সিনেমা বিশ্বসুন্দরীতে অভিনয় করেন পরীমনি। তার প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন এই অভিনেত্রী। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু পরীমনি আটক হওয়ায় তা এখন অনিশ্চয়তায়। সে হিসেবে পরীমণির গ্রেফতারে বিপাকেই পড়েছেন এ নাট্যনির্মাতা।
এ বিষয়ে চয়নিকা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। ঘটনাটি মাত্রই ঘটল। এখন কিছু বলা ঠিক না৷ আমরা অপেক্ষা করব কিছুদিন। অবস্থা বোঝে প্রযোজনা প্রতিষ্ঠান ও টিমের সাথে বসে আমরা সিদ্ধান্ত নেব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।