Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই- চয়নিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ২:৩৭ পিএম | আপডেট : ১১:৩২ এএম, ৭ আগস্ট, ২০২১

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে বুধবার (৪ আগস্ট) রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব। অভিযানে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। পরীমনি'র বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে পরীমনির কাছের মানুষ হিসাবে পরিচিত নির্মাতা চয়নিকা চৌধুরীর কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি। পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা। অবশেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

পরীমনি প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘পরীমনির সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তার সাথে যে সব আলাপ হতো তার সবই কাজভিত্তিক। তুমি কেমন আছ, তুমি খেয়েছ কি না, তোমার শরীর কেমন, আমাদের এই নাটকটি কেমন হয়েছে - এসব বিষয়ে সব সময় কথা হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে পরীমনি আমার সাথে কোনোদিনই আলাপ করেনি। আর আমিও যেচে পড়ে তার ব্যক্তিগত বিষয়ে নাক গলাইনি। জানতেও চাইনি।’

চয়নিকা আরো বলেন, ‘আমি খুব পরিচ্ছন্ন জীবনযাপন করি। সেটা আমার সঙ্গে যারা কাজ করেন সবাই জানেন। আমার স্বভাব মানুষের বিপদে পাশে থাকা। আর এটা আমি মানবিকভাবেই চেষ্টা করি।’

তবে গ্রেফতার পরীমনির আইনি লড়াইয়ে তিনি পাশে থাকবেন কি না সাংবাদিকের সেই প্রশ্নে বিষয়টি এড়িয়ে যান এই নাট্যনির্মাতা।

উল্লেখ্য, চয়নিকা চৌধুরী'র প্রথম সিনেমা বিশ্বসুন্দরীতে অভিনয় করেন পরীমনি। তার প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন এই অভিনেত্রী। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু পরীমনি আটক হওয়ায় তা এখন অনিশ্চয়তায়। সে হিসেবে পরীমণির গ্রেফতারে বিপাকেই পড়েছেন এ নাট্যনির্মাতা।

এ বিষয়ে চয়নিকা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। ঘটনাটি মাত্রই ঘটল। এখন কিছু বলা ঠিক না৷ আমরা অপেক্ষা করব কিছুদিন। অবস্থা বোঝে প্রযোজনা প্রতিষ্ঠান ও টিমের সাথে বসে আমরা সিদ্ধান্ত নেব।’



 

Show all comments
  • ফারহানা আক্তার ৬ আগস্ট, ২০২১, ৫:৩০ পিএম says : 0
    আসলে পরী মনি মদের বোতল সংগ্ৰহ করতে খুবই পছন্দ করতেন ... নেশা জাতীয় সব জিনিস সংগ্রহ করা তার এক ধরনের বিশেষ শখ যেটাকে আমরা ইংরেজি তে "Hobby" বলে থাকি "বুড়িগঙ্গা" প্রায় বিলুপ্ত হতে চলেছে তাই আমাদের নদীমাতৃক বাংলাদেশে নদী প্রেমিক পরি মনি বুড়িগঙ্গার পানি মদের বোতলে সংগ্ৰহ করে রাখতেন
    Total Reply(0) Reply
  • মঈন উদ্দিন ৬ আগস্ট, ২০২১, ৫:৩১ পিএম says : 0
    এই কেমন মা। মেয়েরে রেখে পল্টি মারলো। মিডিয়ার কল্যাণে জেনেছি মা নাকি মেয়ের মত মদ খায়।
    Total Reply(0) Reply
  • Mohammad Ayub Ali ৬ আগস্ট, ২০২১, ৫:৩১ পিএম says : 0
    এই সব মহিলার কারনে সমাজটা আজ কলুসিত। বহু মেয়ের জীবন নষ্ট হইতেছে।এরে এরেস্ট করে রিমান্ডে নিলে সব তথ্য পাওয়া যাবে।
    Total Reply(0) Reply
  • Shamsur Rahman ৬ আগস্ট, ২০২১, ৫:৩১ পিএম says : 0
    মহিলাকে আটক করে রিমান্ডে নিলে অজানা তথ্য পাওয়া যাবে।
    Total Reply(0) Reply
  • Abidhasan Rakib ৬ আগস্ট, ২০২১, ৫:৩২ পিএম says : 0
    চয়নিকা কে ও আইনের আওতায়এনে জঙ্গাসাবাদ করা দরকার।
    Total Reply(0) Reply
  • নির্ভীক পথিক ৬ আগস্ট, ২০২১, ৫:৩২ পিএম says : 0
    অথচ একেই মা হিসেবে ভাবতেন পরীমনি। এসব সুবিধাবাদীদের চিহ্নিত করা উচিত। কারণ এরাই বসন্তের কৌকিল।
    Total Reply(0) Reply
  • মোঃ সাইফুল ইসলাম ৭ আগস্ট, ২০২১, ১২:২০ পিএম says : 0
    আসলে সব গডফাদার দের বিচার করা উচিত তাহলে এগুলো বন্ধ হবে এছাড়া এদের ধরে কোনো লাভ নেই এদের ধরলে আবার গডফাদাররা তৈরি করবে এসব কারণেই আজ মহামারী গজব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ