Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে বিএনপিকর্মীসহ ৪ জনকে অপহরণ

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিএনপি’র কর্মীসহ ৪ যুবককে আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে অপহরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাদা পোশাকে নিজ নিজ বাড়ি থেকে তাদের তুলে নেয়া হয়। অপহৃতরা হলেন- উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের বিএনপি’র কর্মী আনিছুর রহমান ওরফে আনছার (৪৭), সাঁকোয়া গ্রামের আব্দুস ছুকুর আলী (৫৫), হামিরকুৎসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোস্তাক আহম্মেদ (৩৫) ও হামিরকুৎসা গ্রামের শাহ নেওয়াজ ইমন (৪০)। আটককৃত পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে ৩টি সাদা মাইক্রো বাসে ১৫/১৬ জন অপরিচিত নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দিয়ে বাড়ি থেকে তাদেরকে বের করে। বাড়ির লোক কিছু বুঝার আগে আটককৃতদের গাড়িতে তুলে নিয়ে যায়। বালিয়া গ্রামের আনিছুর রহমানের বড় ভাই সামসুল হক জানান, তার ভাইকে কি কারণে কে বা কারা আটক করে নিয়ে গেছে তা গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানা, ডিবি অফিস ও র‌্যাব ক্যাম্পে খোঁজে সন্ধান মিলেনি। একই ভাবে আটকৃত মোস্তাকের পরিবার জানান, রাতের অন্ধকারে আইন শৃঙখলাবাহিনীর পরিচয়ে মোস্তাককে তুলে কোথায় নিয়েছে তা অনেক খোঁজা-খুঁজির পর তারা সন্ধান পায়নি। এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, আটকের কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছ্।ে আমরা আটককৃতদের খোঁজ করছি। এপর্যন্ত কে তাদের তুলে নিয়েছে তার সন্ধান মিলেনি বলে জানান তিনি। এদিকে এ ঘটনায় বাগমারায় সাধারণ জনগনের মাঝে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই নিরাপদ অবস্থানে চলে যাচ্ছে। আটক না অপহরণ এ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে বিএনপিকর্মীসহ ৪ জনকে অপহরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ