Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় করোনায় আরও আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১০:১৬ এএম

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ৯ জন মানুষ। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১১৬ জন মানুষ। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ২৭.৪৮% শতাংশ।

বৃহস্পতিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও র‌্যাপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১৬টি নমুনা পজিটিভ আসে। এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে প্রায় ২৭ শতাংশ। এছাড়া ২৪ ঘন্টায় মারা গেছে ৯ জন করোনা রোগী। নতুন সনাক্ত রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩৪ জন, কুমারখালী উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ৩৩ জন, ভেড়ামারা উপজেলায় ২২ জন, মিরপুর উপজেলায় ১৮ জন এবং খোকসা উপজেলায় ৭ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ১৫৬১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১৮১৫ জন। আর এখনও পর্যন্ত জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫৯৮ জন মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ