বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১১৪ জন। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে মোট ৩৭৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১১১৪ জনের। সংক্রমণ শনাক্তের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার এ হার ছিল ৩৫ শতাংশ। ওইদিন ১১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার শনাক্তের সংখ্যা ছিল ১২৮৫। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৭১২ জন। বিভিন্ন উপজেলার ৪০২ জন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৬৬০ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০৩৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।