Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওস্তাদ মোমতাজ আলী খানের মৃত্যুবার্ষিকীতে আজ লোকাঙ্গনের আলোচনা ও সংগীতানুষ্ঠান

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : উপমহাদেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ মোমতাজ আলী খানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সহ-সভাপতি ও সুরের ধারার পরিচালক রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোকাঙ্গনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল।
আলোচনা সভা শেষে মমতাজ আলী খানের লেখা ও সুর করা সঙ্গীত পরিবেশন করবেন লোকাঙ্গনের সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওস্তাদ মোমতাজ আলী খানের মৃত্যুবার্ষিকীতে আজ লোকাঙ্গনের আলোচনা ও সংগীতানুষ্ঠান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ