বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আরও সাত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে করোনার এন্ট্রিজেন টেস্ট পরীক্ষার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা ফল পাওয়া যাবে ৩০ মিনিটেই। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে ৬ শর্তে এসব অনুমোদন দেয়া হয়।
শর্তানুযায়ী, সরকার অনুমোদিত এন্টিজেন টেস্ট কীট ব্যবহার করে পরীক্ষার সর্বোচ্চ ফি ৭০০ টাকা নিতে হবে। নতুন করে অনুমোদন পাওয়া সাত প্রতিষ্ঠানগুলো হলো: ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড, এভারকেয়ার হাসপাতাল লিমিটেড, ম্যাক্স হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড, আগ্রাবাদের মেডিকেয়ার মেডিকেল চেক-আপ, হালিশহরের হিউম্যান ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেক-আপ, জিইসি মোড়স্থ মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও পাঁচলাইশের এপিক হেলথ কেয়ার।
এর আগেও দুই ধাপে চট্টগ্রামে সাতটি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে দেয়া হয় এন্টিজেন টেস্ট পরীক্ষার অনুমোদন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।