Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সিনেমা পরিচালনায় আনিসুর রহমান মিলন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

অভিনেতা আনিসুর রহমান মিলন অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটক পরিচালনা করেন। এবার তিনি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘লাল বাকসো’। এটি প্রযোজনা করছে সিনেবাজ। মিলন বলেন, এর আগে অনেকগুলো নাটক বানিয়েছি। নাটকগুলো বানিয়েছি সিনেমা নির্মাণের প্রস্তুতি হিসেবে। অবশেষে সিনেমায় যাত্রা করছি। এটা আমার জন্য আনন্দের। তিনি বলেন, সিনেমার গল্পের সূত্র পাই দুই বছর আগে একটা শুটিং সেটে। গল্পটা নিয়ে গত বছর থকে কাজ করছিলাম। এটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। লেখার কাজ শেষ হয়েছে। এখন শুটিংয়ের প্রস্তুতি চলছে। সিনেমাটি বানাচ্ছি সিনেমা হলের জন্য। তবে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে। উল্লেখ্য, আনিসুর রহমান মিলনকে প্রথম দেখা যায় সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে সিনেমায়। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। এরপর ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী, বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি অনন্য মামুন পরিচালিত ব্ল্যাকমেইল এবং জাকির হোসেন রাজু পরিচালিত অনেক সাধের ময়না সিনেমায় অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ