পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা সংক্রমণ রোধে ৮ আগস্ট রোববার ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া কঠোর বিধিনিষেধ চলাকালীন আগামী ৯ এবং ১০ আগস্ট সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে লেনদেন। বিকেল সাড়ে চারটার মধ্যে শেষ করতে হবে লেনদেন পরবর্তী কার্যক্রম। সেই সঙ্গে সীমিত জনবল দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিপ্রয়োজনীয় বিভাগের কার্যক্রম চালানোর অনুমতিও দেয়া হয়েছে।
গ্রাহকের নগদ টাকার চাহিদাপূরণে অনলাইন ব্যাংকিং ও এটিএম বুধ সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি রফতানির বিশেষ প্রয়োজনে সার্বক্ষণিক খোলা রাখা শাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।
এদিকে, ব্যাংকের লেনদেন রবিবার বন্ধ থাকায় এদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে। আর ব্যাংকিং লেনদেনের সঙ্গে মিল রেখে আগামী সোম ও মঙ্গলবার পুঁজিবাজারের লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।