পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির উদ্যোগে সমিতির সদ্য বিদায়ী চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত সমবায়ী ব্যক্তিত্ব গাজী সাইফুর রহমান ও ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর ফজলে কবির। সমিতির চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান, এস.এম মনিরুজ্জামান, আহমেদ জামাল এবং ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার এস.কে সুর চৌধুরী। সমিতির সম্পাদক মোঃ রজব আলীর পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন সমিতির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দীকী।
গভর্নর ফজলে কবির সমিতির অগ্রগতি ও উন্নয়নে গাজী সাইফুর রহমান ও মোঃ আজিজুল ইসলামের অবদানের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। তিনি এ ধরণের আয়োজনের মাধ্যমে তাঁদের কর্মকে মূল্যায়ন করার জন্য সমিতির প্রশংসা করেন। তিনি বলেন, এটা অত্যন্ত চমৎকার নিদর্শন। পূর্বে যারা কাজ করেছেন, ভাল কিছু দিয়ে গেছেন, তাদেরকে সম্মান করা হয়, স্মরণ রাখা হয়। তিনি বিদায়ীদের অবসর জীবনে সুখ সমৃদ্ধি কামনা করেন এবং সমিতির থেকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।