Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ব্যাংক কো-অপারেটিভের উদ্যোগে বৃত্তি প্রদান

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংক কো-অপারেটিভের উদ্যোগে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর মেধাবী সন্তানদের মধ্যে ৮ম বারের মতো আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি। গতকাল সোমবার ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গভর্নর ফজলে কবির। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান, ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মো. রজব আলী। এতে বক্তব্যকালে গভর্নর ফজলে কবির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে জ্ঞান, তথ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে। গভর্নর শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং তাদের সৃজনশীলতায় অনুপ্রেরণা প্রদানে কো-অপারেটিভের ছাত্র বৃত্তি কর্মসূচিরও প্রশংসা করেন। অনুষ্ঠানে ২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি উর্ত্তীন ৫শ’ ৬০জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। সমিতির সম্পাদক মো. রজব আলী জানান, ২০০৮ সাল থেকে সমিতির উদ্যোগে চালুকৃত আলাউদ্দিন মেধা ছাত্র বৃত্তি পেয়েছে প্রায় ২ হাজার ৯শ’ শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ব্যাংক কো-অপারেটিভের উদ্যোগে বৃত্তি প্রদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ