রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের শশিকর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের সময় অনিল বৈষ্ণ (১৯) নামের এক বখাটেকে হাতেনাতে আটক করেছে ডাসার থানা পুলিশ। সে ডাসারের খিলগ্রাম গ্রামের অনিল বাড়ৈর ছেলে। ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, গত বৃহস্পতিবার বিকেলে তাকে আটকের পর ইউএনও শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদ- ও এক হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন
ব্যাপক আয়োজন আর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগঠিত পূর্ব এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন। গত বৃহস্পতিবার বিকেলে আলীপুর মোল্লারহাট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌর সভায় ২বার নির্বাচিত পৌর মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার। এনায়েতনগর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আজিজ মোল্লার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফরিদ সরদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।