Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটাতাজাদের বাদ দিয়ে শুকনাদের কমিটিতে আনুন : মির্জা আজম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ৪:৫২ পিএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, দলের মোটাতাজাদের বাদ দিয়ে শুকনাদের কমিটিতে আনুন, তারাই দূর্দিনে পাশে থাকবে। আজ বৃহস্পতিবার শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় তিনি বলেন, দলে এখন মোটাতাজা নেতার সংখ্যা বেশি, তাই অতীতের অভিজ্ঞতা ও বর্তমানের সতর্কতা মাথায় রেখে চলতে হবে। মোটাতাজাদের বাদ দিয়ে শুকনাদের কমিটিতে আনুন, তারাই দূর্দিনে পাশে থাকবে। এ সময় তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা ও বর্তমান সতর্ক বার্তা যেসব শুনছি, সেগুলো আমাদের ধারন করা উচিত। আমরা ১/১১ দেখেছি। আমাদের অনেক নেতাদের চেহারাও আমরা দেখেছি। আগামীতে হয়তোবা ২/২০ আসছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ