রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রহস্যজনক কারণে গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে এখানো ঘটেছে অসংখ্য ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। কিন্তু এসব হাতেগোনা কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও রহস্যজনক কারণে গডফাদাররা রয়ে গেছেন ধরা-ছোঁয়ার বাইরে। সড়কে গাছ ফেলে দিনেও রাতে এসব সশস্ত্র ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ভোক্তভোগীদের কাছ থেকে জানা গেছে। জানা যায়, চলতি বছরের ৪ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ঘটেছে অসংখ্য সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ লাখ লাখ টাকার জিনিসপত্র লুটে নেয়া হয়েছে। সড়কের তাজপুর, ঝাওয়া ও পেপারমিল জামতলা এলাকায় ঘটনা ঘটছে। গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ আনছার মার্কেট এলাকা থেকে কালারুকা ইউপির জামুরাইল নিবাসী ব্যবসায়ী মাশুকুর রহমানের কাছ থেকে অস্ত্রের মুখে ৪ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে আশিকুর রহমান বাদী হয়ে ছাতক থানায় দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী/২০১২)-এর ৪ ধারায় একটি মামলা (নং-১২, তাং-১৭,০৯,২০১৬) দায়ের করেন। এরপর ১৬ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ পুরানবাজারস্থ মাধবপুর গ্রামের আনা মিয়ার পুত্র পবলু (৩০) ও একই মামলায় ১৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের নুর ইসলামের পুত্র মঈনুল হককে এসআই তরিকুল ইসলাম গ্রেফতার করলে তাদের কাছ থেকে সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গত ৫ জুলাই ভোরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে গাছ ফেলে পেপারমিল এলাকায় ছাতকের ব্যবসায়ী বিপ্লব ইসলামের দেড় লাখ টাকসহ দু’টি মোবাইল ছিনতাই করা হয়। এতে পুলিশ বাশখালা গ্রামের আমির আলীর পুত্র কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়। ৩ জুলাই পবিত্র লাইলাতুল কদরের রাতেও সংঘবদ্ধ সড়ক ডাকাতদের অপতৎপরতা থেমে থাকেনি। রাত ১২টার পর থেকে হাসনাবাদের দুদু মিয়ার পুত্র যুবলীগ নেতা ইসলাম উদ্দিনের নেতৃত্বে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝাওয়া ব্রিজের কাছে চলে সড়ক ডাকাতি। এ সময় পুলিশ ভ্যানে ডাকাতিকালে ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হলেও ধরা-ছোয়ার বাইরে থেকে যায় পেশাদার আরো ১০/১২ জন ডাকাত। এছাড়া গত ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত প্রতি রাতেই এ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ডাকাতিতে কালারুকা-নজমপুরের মরহুম কারী আব্দুল গনির পুত্র, খারগাঁওয়ের হাফেজ গিয়াস উদ্দিনসহ বিপুলসংখ্যক ব্যবসায়ীও স্থানীয় লোকজন সর্বস্ব হারিয়েছেন। কিন্তু অন্যান্যরা এখনো রয়ে গেছে ধরা-ছোয়ার বাইরে। ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতারের দাবিতে কালারুকা ইউনিয়নবাসীর উদ্যোগে ১৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তানজিনা কমিউনিটি সেন্টারে আছলম আলীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।