Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাতকে গত ৩ মাসে একাধিক সড়ক ডাকাতি

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রহস্যজনক কারণে গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে এখানো ঘটেছে অসংখ্য ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। কিন্তু এসব হাতেগোনা কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও রহস্যজনক কারণে গডফাদাররা রয়ে গেছেন ধরা-ছোঁয়ার বাইরে। সড়কে গাছ ফেলে দিনেও রাতে এসব সশস্ত্র ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ভোক্তভোগীদের কাছ থেকে জানা গেছে। জানা যায়, চলতি বছরের ৪ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ঘটেছে অসংখ্য সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ লাখ লাখ টাকার জিনিসপত্র লুটে নেয়া হয়েছে। সড়কের তাজপুর, ঝাওয়া ও পেপারমিল জামতলা এলাকায় ঘটনা ঘটছে। গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ আনছার মার্কেট এলাকা থেকে কালারুকা ইউপির জামুরাইল নিবাসী ব্যবসায়ী মাশুকুর রহমানের কাছ থেকে অস্ত্রের মুখে ৪ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে আশিকুর রহমান বাদী হয়ে ছাতক থানায় দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী/২০১২)-এর ৪ ধারায় একটি মামলা (নং-১২, তাং-১৭,০৯,২০১৬) দায়ের করেন। এরপর ১৬ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ পুরানবাজারস্থ মাধবপুর গ্রামের আনা মিয়ার পুত্র পবলু (৩০) ও একই মামলায় ১৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের নুর ইসলামের পুত্র মঈনুল হককে এসআই তরিকুল ইসলাম গ্রেফতার করলে তাদের কাছ থেকে সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গত ৫ জুলাই ভোরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে গাছ ফেলে পেপারমিল এলাকায় ছাতকের ব্যবসায়ী বিপ্লব ইসলামের দেড় লাখ টাকসহ দু’টি মোবাইল ছিনতাই করা হয়। এতে পুলিশ বাশখালা গ্রামের আমির আলীর পুত্র কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়। ৩ জুলাই পবিত্র লাইলাতুল কদরের রাতেও সংঘবদ্ধ সড়ক ডাকাতদের অপতৎপরতা থেমে থাকেনি। রাত ১২টার পর থেকে হাসনাবাদের দুদু মিয়ার পুত্র যুবলীগ নেতা ইসলাম উদ্দিনের নেতৃত্বে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝাওয়া ব্রিজের কাছে চলে সড়ক ডাকাতি। এ সময় পুলিশ ভ্যানে ডাকাতিকালে ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হলেও ধরা-ছোয়ার বাইরে থেকে যায় পেশাদার আরো ১০/১২ জন ডাকাত। এছাড়া গত ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত প্রতি রাতেই এ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ডাকাতিতে কালারুকা-নজমপুরের মরহুম কারী আব্দুল গনির পুত্র, খারগাঁওয়ের হাফেজ গিয়াস উদ্দিনসহ বিপুলসংখ্যক ব্যবসায়ীও স্থানীয় লোকজন সর্বস্ব হারিয়েছেন। কিন্তু অন্যান্যরা এখনো রয়ে গেছে ধরা-ছোয়ার বাইরে। ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতারের দাবিতে কালারুকা ইউনিয়নবাসীর উদ্যোগে ১৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তানজিনা কমিউনিটি সেন্টারে আছলম আলীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাতকে গত ৩ মাসে একাধিক সড়ক ডাকাতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ