Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজারের সেচ নালা সংস্কার না করায় ব্যবসায়ীদের বাড়ছে ভোগান্তি

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

রাঙ্গুনিয়ার রাজানাগর ইউনিয়নের রানীরহাট বাজারে পানি নিষ্কাশনের সেচ নালা সংস্কার নেই দীর্ঘদিন। অল্প বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে ব্যবসায়ী ও স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাজারের ময়লা আবর্জনা যত্রতত্র ফেলায় দুর্গন্ধসহ পরিবেশ দূষিত হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া পর্যাপ্ত উন্নয়ন না হওয়ায় বাজারে ঐতিহ্য হারাতে বসেছে। সূত্র জানায়, রাঙ্গুনিয়ার বড় বাজারের মধ্যে রানীরহাট বাজার অন্যতম। চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের দু’পাশে গড়ে উঠেছে বাজার। প্রায় দেড় হাজার ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর সরকারিভাবে বাজারটি ইজারা প্রদান করে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করছে সরকার। যে হারে রাজস্ব আদায় হয়ে থাকে সে তুলনায় বাজার উন্নয়ন অপ্রতুল্য বলে ব্যবসায়ীরা জানান। সামান্য বৃষ্টিতে পুরো বাজার জুড়ে পানি থৈ থৈ করে। পানি নিষ্কাশনের সেচ নালা থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ময়লা-আবর্জনা ও মাটিতে ভরে গেছে। পানি দ্রুত সরে না যাওয়ায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। এতে দুর্গতির শেষ থাকে না। কয়েকজন ব্যবসায়ী জানান, সেচ নালা অকেজো হয়ে পড়ায় শত শত ব্যবসা-প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোন ডাস্টবিন না থাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পাশে যত্রতত্র ফেলা হয়। এসব ময়লা অপসারণে কোন ব্যবস্থা না থাকায় মাসের মাস পড়ে থাকে। ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। রানীরহাট বাজারের ঘাগড়া খিলমোগল ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, অফিসের সামনে ময়লা-আবর্জনা ফেলা হয়। নিজ উদ্যোগে এসব ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজারের সেচ নালা সংস্কার না করায় ব্যবসায়ীদের বাড়ছে ভোগান্তি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ